বাজেট ২০১৯ : শেয়ার বাজারে ধস

2 - মিনিট |

অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের প্রথম বাজেট পেশ শেষে কার্যত ধস নামে শেয়ার বাজারে । ৪০ হাজার থেকে বাজেট শেষে এক ধাক্কায় ৫০০ পয়েন্টের বেশি পড়ল শেয়ার সূচক

কে আর সি টাইমস ডেস্ক

শুক্রবার দ্বিতীয় মোদী মন্ত্রিসভার প্রথম বাজেটে বিরূপ প্রভাব শেয়ার বাজারে | কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের প্রথম বাজেট পেশ শেষে কার্যত ধস নামে শেয়ার বাজারে । ৪০ হাজার থেকে বাজেট শেষে এক ধাক্কায় ৫০০ পয়েন্টের বেশি পড়ল শেয়ার সূচক । এদিন পতন হল নিফটিরও |
ব্রিটিশ আমলের ব্রিফকেসের বদলে অশোকস্তম্ভের চিহ্ন দেওয়া লাল শালু মোড়া বাজেট ভাষণের নথি নিয়ে শুক্রবার সংসদে প্রবেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ এদিন  দ্বিতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন তিনি | বাজেটে পেট্রোল ও ডিজেলে লিটার প্রতি এক টাকা সেস বসানো ও বড়লোকদের করের পরিমাণ বাড়ান হয়েছে | বিরূপ প্রভাব দেখা গেল শেয়ার বাজারে | বাজেট শেষ হতেই দ্রুত পতন শুরু হয় শেয়ার বাজারে | এদিন বাজেট শুরুর আগে প্রত্যাশা রেখেই উপরের দিকে খোলে শেয়ার বাজার। সেনসেক্স ছোঁয় ৪০ হাজার। কিন্তু নির্মলা সীতারামনের বাজেট পেশ শেষে কার্যত ধস নামে শেয়ার বাজারে । ৪০ হাজার থেকে বাজেট শেষে এক ধাক্কায় ৫০০ পয়েন্টের বেশি পড়ল শেয়ার সূচক । এদিন পতন হল নিফটিরও | বাজেট পেশের আগেই বিএসই সূচক ৪০ হাজার ছাড়িয়ে যায়। যা দেখে আইডিবিআই ক্যাপিটালের গবেষণা প্রধান এ.কে প্রভাকর বলেন, “শেয়ার বাজারে অংশগ্রহণকারীরা আজ কর ছাড়ের আশা করছে কারণ এই মুহূর্তে কর বৃদ্ধির কোনও সম্ভাবনা নেই ।” পাশাপাশি কর্পোরেট ক্ষেত্রে ট্যাক্স যদি কমেও তবে তা শেয়ার মার্কেটে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই মনে করছিলেনন তিনি । এপিক রিসার্চ-এর কর্ণধার নাদিম মুস্তাফাও বলেন, “আজ বাড়তে পারে নিফটি সূচক এবং তা রেকর্ড বাড়ার সম্ভাবনা প্রবল । ১২,০০০ থেকে ১২,৫০০  হতে পারে মান ।” কিন্তু, বাস্তবটা অন্য কথাই বলল।বাজেট পেশের পর দেখা যায় দাদাল স্ট্রিটের হাল খুবই খারাপ। শুক্রবার বাজার খোলার সময় সেনসেক্স ছিল ৩৯,৯৬০। বাজেট শেষে দুপুর ১টা ৩০ মিনিটে তা নেমে দাঁড়ায় ৩৯.৪৪৪.৮৫  | বাজেট শেষে দুপুর ১টা ৩০ মিনিটে তা নেমে দাঁড়ায় ১১, ৮০৩.৭৫ | তবে, এর পর সেনসেক্স বেশ কিছুটা ওঠা নামা করে দুপুর ৩টে ৩০মিনিটে সেনসেক্স পৌঁছয় ৩৯,৪৬৯.৫০-র ঘরে  । এদিকে বাজার খোলার সময় এদিন নিফটি ছিল ১১,৯৪৬ ।  বাজেট শেষে দুপুর ১টা ৩০ মিনিটে তা নেমে দাঁড়ায় ১১,৮০৩.৭৫ | তবে, এর পর নিফটি বেশ কিছুটা উঠলেও দুপুর ৩টে ৩০মিনিটে তা আরও নেমে ১১, ৮০১.৪০-এ চলে আসে ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news