৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর কাশ্মীর উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযানে ফের বড়সড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী
জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা প্রদানকারী, ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর থেকেই ধীরে ধীরে ছন্দে ফিরছে কাশ্মীর উপত্যকা। ইতিমধ্যেই নতুন কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করেছে জম্মু ও কাশ্মীর। ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর কাশ্মীর উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযানে ফের বড়সড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী। জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলায় সুরক্ষা বাহিনীর গুলিতে খতম হয়েছে দু’জন সন্ত্রাসবাদী। বান্দিপোরা জেলার লাওদারা গ্রামের ঘটনা। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। তবে, নিহত সন্ত্রাসবাদীরা কোন জঙ্গি সংগঠনের সদস্য ছিল, তা এখনও পর্যন্ত জানা যায়নি।
জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সুরক্ষা বাহিনী এবং সন্ত্রাসবাদীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়েছিল রবিবার থেকেই। রবিবার শ্রীনগর থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে, বান্দিপোরা জেলার লাওদারা গ্রামে সুরক্ষা বাহিনীর গুলিতে খতম হয়েছিল একজন সন্ত্রাসবাদী। গভীর রাত পর্যন্ত চলতে থাকে জঙ্গি নিকেশ অভিযান। রাতের অন্ধকারের কারণে সাময়িকের জন্য অভিযান বন্ধ রাখা হয়। এরপর সোমবার সকালে পুনরায় সুরক্ষা বাহিনী ও সন্ত্রাসবাদীর মধ্যে গুলির লড়াই শুরু হয়। দীর্ঘক্ষণ গুলির লড়াইয়ে সোমবার সকালে খতম হয়েছে আরও একজন সন্ত্রাসবাদী। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ।