বারোয়ারি নয় বাড়ির পুজোয় এবার মুদিয়ালি

< 1 - মিনিট |

মুদিয়ালি ক্লাবের এইবছরের থিম ‘সাজিয়ে পূজার ডালি, রঙের হাটে মুদিয়ালী’

কে আর সি টাইমস ডেস্ক

সারাবছরের প্রতিক্ষা প্রায় শেষ হওয়ার পথে|কারণ সময় বলছে হাতে আর মাত্র ২২ দিন|তারপরেই পুজো মন্ডপ গুলোতে বিরাজ করবেন মা দুর্গা |হাতে আর কম সময়  সেরার লড়াইয়ে কোন প্যান্ডেল এগিয়ে থাকবে এবং দর্শনার্থীদের বেশি মন কাড়বে সে চিন্তায় ব্যাস্ত সমস্ত পুজো কমিটিগুলিই।

কিন্তু তাতে বিন্দু মাত্র মাথা ব্যথা নেই মুদিয়ালি ক্লাব দুর্গোৎসব কমিটির।কারণ মুদিয়ালি ক্লাবের এইবছরের থিম ‘সাজিয়ে পূজার ডালি, রঙের হাটে মুদিয়ালী’|যাকে বলা যেতে পারে বারোয়ারি নয় বাড়ির পুজো হয়ে উঠতে চাইছে  মুদিয়ালি|এইবছর ৮৫ তম বর্ষে পা দিতে চলেছে মুদিয়ালি ক্লাব দুর্গোৎসব কমিটি।

তাই,থিমের লড়াইয়ে না ছুটে দর্শনার্থীদের আনন্দময় বাতাবরণে,  অসংখ্য রঙিন কারুকার্যে বর্ণময় আলোকমুখর পরিবেশের মাঝে মায়ের রাজকীয় আগমনে বাংলা ও বাঙালির মনকে ভাসিয়ে নিয়ে যাবে মুদিয়ালি|এবছর তাদের প্যান্ডেলের থিমে থাকবে নানা রঙের সমাহার। তার সঙ্গে চমক থাকবে প্রতিমায়।

বেনারসি শাড়ি পড়ে একেবারে সাবিকিয়ানায় মোড়া থাকবে মা দুর্গার মূর্তি। তাই বলাই যায় যে এবছর দর্শনার্থীদের জন্য আলাদাই চমক রাখছে মুদিয়ালি ক্লাব। উৎসবে রঙের ছোঁয়ার সঙ্গে থাকছে সাবেকিয়ানার ছোঁয়া।সমগ্র পরিকল্পনায় শ্রী গৌরাঙ্গ ক্যুইলা|এমনটাই ‘হিন্দুস্থান সমাচার’কে জানালেন মুদিয়ালি ক্লাব দুর্গোৎসব কমিটির সদস্য মনোজ সাও|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news