ভুটান রেডক্রস সোসাইটির দ্বিতীয় প্রতিষ্ঠা দিবস ও আন্তর্জাতিক রেডক্রস এবং রেডক্রিসেন্ট দিবস উপলক্ষে ভুটান রাজ্যের মাননীয়া রানি ভুটান রেডক্রসের প্রশিক্ষণ শিবিরে যোগদানকারীদের সঙ্গে সাক্ষাৎ করলেন ।
ভুটান রেডক্রস সোসাইটির দ্বিতীয় প্রতিষ্ঠা দিবস ও আন্তর্জাতিক রেডক্রস এবং রেডক্রিসেন্ট দিবস উপলক্ষে ভুটান রাজ্যের মাননীয়া রানি ড্রুক গৈয়ালতসুয়েন ভুটান রেডক্রসের প্রশিক্ষণ শিবিরে যোগদানকারীদের সঙ্গে সাক্ষাৎ করলেন
ট্যাক্সি এবং বাস ড্রাইভারদের ‘এমারজেন্সি সেফটি ‘এবং ‘ফার্স্ট্ রেস্পনডর ‘প্রশিক্ষণ দেওয়া হয়। এই প্রশিক্ষণ ৯ই মে অবধি দেওয়া হয়েছে যেখানে ২৫জন ড্রাইভার প্রশিক্ষন গ্রহন করেছেন।
বি আর সি এস এর সাধারণ সম্পাদক জানিয়েছেন যে এই প্রশিক্ষনের উদ্দেশ্য হল যে, যেহেতু এঁরাই বেশিরভাগ সময় সর্বপ্রথম দুর্ঘটনা স্থলে পৌঁছে থাকেন, এদের মানসিক ভাবে তৈরি করা প্রয়োজন। এঁদের প্রাথমিক স্তরে প্রশিক্ষিত করলে এঁরা অনেক কে সাহায্য করতে পারবেন।
ড্রাইভারদের আপাতকালীন সুরক্ষা, অনুসন্ধান কার্য, উদ্ধারকার্য এবং প্রাথমিক চিকিৎসায় প্রশিক্ষিত করা হয়। বি আর সি এস এরকম আরও প্রশিক্ষণ ব্যবস্থা করবে বলে জানিয়েছে যাতে আরো বেশি সংখ্যক ড্রাইভারকে প্রশিক্ষিত করা যায়। শুধু তাই নয় এই প্রশিক্ষন সম্পূর্ণ হলে তাদের আরো দুই উন্নত স্তরের প্রশিক্ষন দেওয়া হবে।
২০১৭ এই ভুটান রেড ক্রস সোসাইটি স্থাপন করা হয়। এর উদ্দেশ্য স্বাস্থ্য, সামাজিক কার্য এবং দুর্যোগ কার্যে সরকার এবং অন্যান্ন সংস্থার সাহায্য করবে একটি সেচ্ছাসেবী সংস্থা , স্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে।
গৈয়ালতসুয়েন জেৎসুন পেমা ওয়াংচুক ভুটান রেড ক্রস সোসাইটির সভাপতি।