বাড়তি বেতন ঘোষণা মুখ্যমন্ত্রীর, অত্যন্ত খুশি রাজ্যের পুলিশ কর্মীরা

< 1 - মিনিট |

এবার থেকে আরও ২২ দিনের অতিরিক্ত বেতন পাবেন তাঁরা, রাজ্য বিধানসভায় এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেতন বৃদ্ধির সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী ঘোষণা করায় খুশি রাজ্যের পুলিশ কর্মীরা

কে আর সি টাইমস ডেস্ক

পুলিশকর্মীদের বাড়তি বেতনের ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণায় খুশি পুলিশকর্মীরা। পুলিশ কর্মীরা বছরে অন্যান্য সরকারী কর্মীদের তুলনায় ৫২ দিন বেশি কাজ করেন। তাঁদের ছুটি কম বলে এতদিন পুলিশকে অতিরিক্ত বেতন দিত সরকার। এবার থেকে আরও ২২ দিনের অতিরিক্ত বেতন পাবেন তাঁরা, রাজ্য বিধানসভায় এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেতন বৃদ্ধির সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী ঘোষণা করায় খুশি রাজ্যের পুলিশ কর্মীরা। 
পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশনের নেতা বিজিতাশ্ব রাউথ বৃহস্পতিবার বলেন, “আমি মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ও বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে বিভিন্ন সময় সংগঠনের তরফে এই বেতন বৃদ্ধির দাবি করেছি। রাজ্য সরকার এই সংগঠনেরর ওপর নিষেধাজ্ঞা জারি করে।” বিজিতাশ্ববাবু জানান, বাম সরকার সংগঠনের প্রস্তাবে কর্ণপাত করেননি। মমতা বন্দোপাধ্যায়ের ঘোষণাকে স্বাগত জানিয়ে বিজিতাশ্ববাবু বলেছেন, প্রায় হাল ছেড়ে দেওয়া পুলিশকর্মীদের দাবি এতদিন পর পূরণ হল মুখ্যমন্ত্রীর জন্য। এতে পুলিশকর্মীরা আশ্বস্ত হয়েছেন। তিনি আশা প্রকাশ করছেন, পুলিশের অন্যান্য দাবিও মুখ্যমন্ত্রী মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে বিবেচনা করবেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news