বিদেশি অনুদান নেওয়ায় অনিয়ম : শীর্ষ আদালতের দুই আইনজীবীর বাড়ি-অফিসে সিবিআই তল্লাশি

< 1 - মিনিট |

মানবাধিকার সংক্রান্ত মামলা চালানোর জন্য শীর্ষ আদালতের দুই আইনজীবীর গড়া একটি স্বেচ্ছাসেবী সংস্থায় বিদেশি অনুদানের টাকা নয়ছয় নিয়েই তদন্ত করছে সিবিআই

কে আর সি টাইমস ডেস্ক

সুপ্রিম কোর্টের দু’জন আইনজীবী ইন্দিরা জয়সিং ও আনন্দ গ্রোভারের দিল্লি ও মুম্বইয়ের বাড়ি ও অফিসগুলিতে জোরদার তল্লাশি চালাচ্ছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)| বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে সিবিআই-এর তল্লাশি অভিযান| দিল্লির বাসভবনে সিবিআই-এর অভিযান প্রসঙ্গে আইনজীবী ইন্দিরা জয়সিং বলেছেন, ‘বিগত কয়েকবছর ধরে মানবাধিকার সংক্রান্ত কাজ করছি আমি এবং মিস্টার গ্রোভার, সেই কারণেই আমাদের নিশানা করা হয়েছে|’ সিবিআই সূত্রের খবর, মানবাধিকার সংক্রান্ত মামলা চালানোর জন্য শীর্ষ আদালতের দুই আইনজীবীর গড়া একটি স্বেচ্ছাসেবী সংস্থায় বিদেশি অনুদানের টাকা নয়ছয় নিয়েই তদন্ত করছে সিবিআই|

দিল্লি ও মুম্বইয়ের কোন কোন এলাকায় শীর্ষ আদালতের দুই আইনজীবীর বাড়ি ও অফিসে তল্লাশি চালানো হচ্ছে, সে বিষয়ে সিবিআই-এর পক্ষ থেকে বিশদে কিছুই জানানো হয়নি| সিবিআই সূত্রের খবর, বিদেশি অনুদান (নিয়ন্ত্রণ) আইন (এফসিআরএ) ভাঙার অভিযোগে আইনজীবী গ্রোভারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে| প্রসঙ্গত, বিদেশি অনুদান নেওয়ায় অনিয়মের অভিযোগে এনে গত মাসেই আনন্দ গ্রোভারের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল সিবিআই| 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news