মানবাধিকার সংক্রান্ত মামলা চালানোর জন্য শীর্ষ আদালতের দুই আইনজীবীর গড়া একটি স্বেচ্ছাসেবী সংস্থায় বিদেশি অনুদানের টাকা নয়ছয় নিয়েই তদন্ত করছে সিবিআই
সুপ্রিম কোর্টের দু’জন আইনজীবী ইন্দিরা জয়সিং ও আনন্দ গ্রোভারের দিল্লি ও মুম্বইয়ের বাড়ি ও অফিসগুলিতে জোরদার তল্লাশি চালাচ্ছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)| বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে সিবিআই-এর তল্লাশি অভিযান| দিল্লির বাসভবনে সিবিআই-এর অভিযান প্রসঙ্গে আইনজীবী ইন্দিরা জয়সিং বলেছেন, ‘বিগত কয়েকবছর ধরে মানবাধিকার সংক্রান্ত কাজ করছি আমি এবং মিস্টার গ্রোভার, সেই কারণেই আমাদের নিশানা করা হয়েছে|’ সিবিআই সূত্রের খবর, মানবাধিকার সংক্রান্ত মামলা চালানোর জন্য শীর্ষ আদালতের দুই আইনজীবীর গড়া একটি স্বেচ্ছাসেবী সংস্থায় বিদেশি অনুদানের টাকা নয়ছয় নিয়েই তদন্ত করছে সিবিআই|
দিল্লি ও মুম্বইয়ের কোন কোন এলাকায় শীর্ষ আদালতের দুই আইনজীবীর বাড়ি ও অফিসে তল্লাশি চালানো হচ্ছে, সে বিষয়ে সিবিআই-এর পক্ষ থেকে বিশদে কিছুই জানানো হয়নি| সিবিআই সূত্রের খবর, বিদেশি অনুদান (নিয়ন্ত্রণ) আইন (এফসিআরএ) ভাঙার অভিযোগে আইনজীবী গ্রোভারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে| প্রসঙ্গত, বিদেশি অনুদান নেওয়ায় অনিয়মের অভিযোগে এনে গত মাসেই আনন্দ গ্রোভারের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল সিবিআই|