শিলচর | বিদ্যুৎ সমস্যা নিয়ে আন্দোলনে আমার হুমকি আকসা নাগরিক সংসদ ও ইউটিডিসির

< 1 - মিনিট |

নির্বাচনের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে ভোট বৈতরণী পার হয়ে জনগণের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার চক্রান্তের তীব্র নিন্দা বক্তারা

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : চরম বিদ্যুৎ সঙ্কট , ট্রাফিক সমস্যা, জল সরবরাহের ভোগান্তি তথা শহর শিলচরে রাস্তাঘাটের বেহাল অবস্থার প্রতিবাদে সরব হয়ে মাঠে নামলো আকসা ও ইউটিডিসি।এদিন ওই দুটি সংগঠনের যৌথ উদ্যোগে এক আলোচনা সভা আয়োজিত হয় শিলচর প্রেস ক্লাবে।

আলোচনা সভায় সচিব শঙ্কর দে, আকসা উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ, ইউটিডিসির সঞ্জীৎ দেবনাথ, সুকোমল দাস, জয়শ্রী নাথ, অনন্দিতা সাহা প্রমুখ এতদঞ্চলের জলজ্যান্ত সমস্যার পরও জনপ্রতিনিধিদের রহস্যকর ভূমিকার তীব্র ধিক্কার জানিয়ে বৃহত্তর আন্দোলনে নামার আবশ্যকতা রয়েছে বলে মত ব্যক্ত করেন আলোচনা সভায়।

নির্বাচনের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে ভোট বৈতরণী পার হয়ে জনগণের মৌলিক অধিকার কেড়ে নেওয়ার চক্রান্তের তীব্র নিন্দা বক্তারা।বরাক উপত্যকাকে পরিকল্পিত ভাবে পঙ্গু করে রাখা হচ্ছে বলে সরাসরি তোপ দাগেন শংকর দে।তাছাড়া পুলিশ প্রশাসনকে জনগণের সেবার বদলে রাজনৈতিক স্বার্থে জরিমানা সংগ্রহের কাজে ব্যবহার করছে রাজ্য সরকার বলে ক্ষোভ ব্যক্ত করেন তিনি।

KRC TIMES | Promotional

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *