মোহনপুর বাজারে টায়ার জ্বালিয়ে নিজাম মুক্তির দাবিতে উত্তাল প্রতিবাদ
আলগাপুর : মোহনপুর বাজারে টায়ার জ্বালিয়ে নিজাম মুক্তির দাবিতে উত্তাল প্রতিবাদ।বিধায়ক কে অবিলম্বে কারাগার থেকে মুক্তি না দিলে গণতান্ত্রিক আন্দোলনের হুংকার ছুড়লেন ক্ষুব্ধ জনতা।বিধায়ক নিজামের মুক্তির দাবিতে কয়েক শতাধিক জনতার প্রতিবাদে উত্তাল হয়ে উঠে মোহনপুর বাজার l
এদিন প্রতিবাদে উপস্থিত ছিলেন জেলা পরিষদে নুরুল ইসলাম লস্কর, আবদুল্লাহ বড়ভূইয়া, ফুজাইল আহমেদ বড়ভূইয়া,খলিল উদ্দিন বড়ভূইয়া (পটল) আনোয়ার হোসেন লস্কর,আমির হোসেন। থানায় ঢুকে একজনকে মারধর করার অপরাধে গ্রেফতার করা হয় কিন্তু এখনো তিনি জামিন পাননি বিধায়ক নিজাম। এখন তিনি অসুস্থ হয়ে হাসপাতালে আছেন। বিধায়কের মুক্তির দাবিতে এখন কবি আন্দোলন ছড়িয়ে পড়েছে আলগাপুর বিধানসভা এলাকার বিভিন্ন অংশ। জনতা টায়ার জারিয়া প্রতিবাদ জানান।