বিল গেটসকে সরিয়ে বিলিওনেয়ার ইনডেক্স এবার দ্বিতীয়স্থানে বার্নার্ড আরনল

< 1 - মিনিট |

বিপুল অর্থের মালিক ফ্রান্সের বার্নার্ড আরনল উঠে এলেন বিলিওনেয়ার ইনডেক্সে দ্বিতীয় স্থানে। আরনল শেয়ার বাজারে পিছনে ফেলে দিলেন বিল গেটস-কে

কে আর সি টাইমস ডেস্ক

ব্লুমবার্গ বিলিওনেয়ার ইনডেক্স-এ গত সাত বছরে দ্বিতীয় নম্বরের নিচে কখনও নামেননি মাইক্রোসফ্ট কর্প-এর সহ প্রতিষ্ঠাতা বিল গেটস। অবশেষে সেই রেকর্ড ভাঙল।

বিপুল অর্থের মালিক ফ্রান্সের বার্নার্ড আরনল উঠে এলেন বিলিওনেয়ার ইনডেক্সে দ্বিতীয় স্থানে। আরনল শেয়ার বাজারে পিছনে ফেলে দিলেন বিল গেটস-কে। এদিন আরনলের নেট ওয়র্থ গিয়ে দাঁড়ায় ১০৭.৬ বিলিয়ন মার্কিন ডলারে। বিল গেটসের তুলনায় যা প্রায় ২০০ মিলিয়ন মার্কিন ডলার বেশি। বুধবার বাড়ে শেয়ার দরও। প্যারিসের স্থানীয় সময় বেলা ১.৫৪-এ প্রায় ০.৭ শতাংশ বাড়ে আরনলের সংস্থার শেয়ার দর। ২০১৯ সালেই প্রায় ৩৯ বিলিয়ন মার্কিন ডলার সম্পত্তি বাড়িয়েছেন বার্নার্ড আরনল। ব্লুমবার্গের র‌্যাংকিং-এ যে ৫০০ জনের নাম রয়েছে, তাঁদের সবার মধ্যে আরনলের ব্যক্তিগত সম্পত্তি বৃদ্ধি সবচেয়ে বেশি। বিপুল পরিমাণে সম্পত্তি বৃদ্ধি পর, ৭০ বছরের আরনলের নামও এবার একসঙ্গে উচ্চারিত হবে জেফ বেজস এবং বিল গেটস-এর সঙ্গে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news