আকসার ৪০ তম প্রতিষ্ঠা দিবস
শিলচর : আকসা অতীতে তার যে দায়িত্ব পালন করেছিল আগামীতেও সেভাবে দায়িত্ব পালন করা যাবে। আজ বরাকের অগ্রণী ছাত্র সংগঠন আকসার ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এই মন্তব্য করেন উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ। তিনি তার বক্তব্যে আকসার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরে বলেন এই দিনটি তে ১৯৮৩ সালে বরাক উপত্যকার সমস্ত কলেজ হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র সংসদ কে একত্রিত করে
আকসার জন্ম হয়েছিল। উদ্দেশ্য ছিল বরাক উপত্যকায় এটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপন করা।নানা ঘাতপ্রতিঘাত ও বিভিন্ন আন্দোলনের পর লক্ষ্য পূরণ করতে পেরেছে আকসা। আজও এই ধারা বজায় রেখেছে আকসা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আকসার উপদেষ্টা অধ্যাপক নিরঞ্জন দত্ত বলেন, আকসার আন্দোলনে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে ঠিকই কিন্তু এই বিশ্ববিদ্যালয় তার গুণগতমান রাখতে পারছে না। অনুষ্ঠানে এছাড়াও প্রাসঙ্গিক বক্তব্য রাখেন শিলচ র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শংকরদের সাংবাদিক চয়ন ভট্টাচার্য প্রমুখ।