বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে ভারতকে নিয়ে যাওয়াই প্রধানমন্ত্রীর লক্ষ্য

< 1 - মিনিট |

ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি করে তোলার জন্য কাজ যাবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। সোমবার বারাণসীতে পন্ডিত দীনদয়াল হস্তকলা সঙ্কুলে দলীয় কর্মী-সমর্থকদের সভায় এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

কে আর সি টাইমস ডেস্ক

ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি করে তোলার জন্য কাজ যাবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। সোমবার বারাণসীতে পন্ডিত দীনদয়াল হস্তকলা সঙ্কুলে দলীয় কর্মী-সমর্থকদের সভায় এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

লোকসভা নির্বাচনে বিপুল সাফল্যের জন্য এদিন দলীয় কর্মী-সমর্থকেরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পরে সভায় বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্র মোদী বলেন, বিশ্বের একাদশতম বৃহদ অর্থনীতি হিসেবে যাত্রা শুরু করেছিলাম। এই তালিকায় বর্তমানে ভারতের স্থান ষষ্ঠ, খুব শীঘ্রই পঞ্চম স্থানে পৌঁছিয়ে যাবে। এখন দেশকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাবে কেন্দ্রীয় সরকার। ২০১৪ এবং ২০১৯ সালে লোকসভা নির্বাচনের সঙ্গে ২০১৭ সালে উত্তরপ্রদেশে বিধানসভা বিজেপির জয়কে হ্যাট্রিক বলে অভিহিত করে নরেন্দ্র মোদী বলেন, দুইটি লোকসভা এবং একটি বিধানসভা নির্বাচনে জয় থেকে স্পষ্ট রাজনৈতিক বিশেষজ্ঞের গণনা ভুল ছিল। বিজেপির সবকা সাথ সবকা বিকাশ এবং জনগণের অবাধ ভোটদান সামাজিক রসায়ণ তৈরি করেছে যা ভোট পাটিগণিত থেকেও অনেক বড়। রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণাকে ভুল প্রমাণিত করে দিয়ে উত্তরপ্রদেশ এবং দেশবাসী প্রমাণিত করে দিয়েছে যে একজন অজ্ঞ মানুষেরও সামাজিক ধারণা রাজনৈতিক বিশেষজ্ঞ থেকে অনেক বেশি। দলীয় কর্মীদের প্রধানমন্ত্রী বার্তা দেন যে অধিকার নিয়ে অনেক কথা হয়েছে। এখন সময় হয়েছে তা কার্যকর করা। 

উল্লেখ্য, লোকসভা নির্বাচনে জিতে এই প্রথম বারাণসী সফরে এলেন প্রধানমন্ত্রী। এদিন সভায় প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news