বিশ্ব জনসংখ্যা দিবস : সচেতনতা প্রসারের আহ্বাণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

< 1 - মিনিট |

মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত মমতার আহ্বাণ, ‘আজ বিশ্ব জনসংখ্যা দিবস| জনসংখ্যা বৃদ্ধি পৃথিবীর অন্যতম গম্ভীর সমস্যা| আসুন, সকলে মিলে জনসংখ্যা-সংক্রান্ত সমস্যা সম্বন্ধে সচেতনতার প্রসার করি|’

কে আর সি টাইমস ডেস্ক

জুলাই মাসের ১১ তারিখ, প্রতি বছর এই দিনটি বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে পালিত হয়| গোটা বিশ্বের জনসংখ্যা, পরিবার পরিকল্পনা, লিঙ্গ সমতা, মানবাধিকার-সহ বেশ কিছু বিষয়ের উপর আলোকপাত করা হয় এই দিনে| ১৯৮৯ সাল থেকে সূচনা বিশ্ব জনসংখ্যা দিবসের| এই মুহূর্তের ভারতের জনসংখ্যা ১৩৩.৯২ কোটি (২০১৭)| প্রতিদিনই এই জনসংখ্যা ক্রমশই বাড়ছে| বিশ্ব জনসংখ্যা দিবসের গুরুত্বপূর্ণ এই দিনে জনসংখ্যা সম্পর্কে সচেতনতা প্রসারের আহ্বাণ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়|

মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত মমতার আহ্বাণ, ‘আজ বিশ্ব জনসংখ্যা দিবস| জনসংখ্যা বৃদ্ধি পৃথিবীর অন্যতম গম্ভীর সমস্যা| আসুন, সকলে মিলে জনসংখ্যা-সংক্রান্ত সমস্যা সম্বন্ধে সচেতনতার প্রসার করি|’ প্রসঙ্গত, জনসংখ্যা বৃদ্ধি নিয়ে নানা মুনীর নানা মত| জনসংখ্যা বৃদ্ধি রুখতে ভোটাধিকারের উপর নিয়ন্ত্রণ করার পরামর্শ দিয়েছিলেন যোগগুরু বাবা রামদেব| মাস খানেক আগে যোগগুরু বাবা রামদেব বলেছিলেন, দেশের জনসংখ্যাকে নিয়ন্ত্রণে আনার জন্য ভোটাধিকার, কর্মসংস্থান, চিকিত্সার সুবিধার উপরও নিয়ন্ত্রণ আনতে হবে| হিন্দু-মুসলিম নির্বিশেষে এই নিয়ন্ত্রণ করতে হবে| রামদেব আরও বলেছিলেন, তৃতীয় সন্তানকে যেন ভোটাধিকার না দেওয়া হয়|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news