বিশ্ব পরিবেশ দিবসে শুরু হল সবরমতী নদী পরিষ্কারের কাজ

< 1 - মিনিট |

শুরু হল ‘স্বচ্ছ সবরমতী মহা অভিযান’

কে আর সি টাইমস ডেস্ক

দূষিত সবরমতী নদী পরিষ্কার করার কাজ শুরু হল বুধবার। বিশ্ব পরিবেশ দিবসে গুজরাটে এই উদ্যোগের উদ্বোধন করা হল এদিন। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (সিপিসিবি) ন্যাশনাল ওয়াটার কোয়ালিটি কর্মসূচির আওতায় দেশের সবচেয়ে দূষিত নদীগুলির মধ্যে অন্যতম গুজরাটের সবরমতী নদী। ঐতিহাসিক সবরমতী আশ্রমের কাছাকাছি নদীর তীর থেকে মুখ্যমন্ত্রী বিজয় রূপানির নেতৃত্বে ‘স্বচ্ছ সবরমতী মহা অভিযান’ (সবরমতী নদী পরিষ্কার অভিযান) চালু হয়। আগামী ৯ জুন পর্যন্ত চলবে এই অভিযান। 

বুধবার, আমেদাবাদে দুফনালা ও ভাসনা ব্যারেজের মধ্যে প্রসারিত নদীর একটি অংশ পরিষ্কার করার কাজে সামিল হন হাজার হাজার নাগরিক। নদীর তীরে একটি অংশ পরিস্কার করার কাজে হাত লাগান স্বয়ং মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন বিজয় রূপানি বললেন, “বিশ্ব পরিবেশ দিবসে আমরা সবরমতী নদী পরিষ্কারের অভিযান শুরু করেছি। সবরমতী ঐতিহাসিক নদী, এবং বিগত বহু বছরের মধ্যে এই ধরনের ড্রাইভ প্রথমবারের মতো পরিচালনা করা হচ্ছে। আহমেদাবাদ কর্পোরেশনের এই উদ্যোগের ফলে এই পরিচ্ছন্নতা ড্রাইভে অংশ নিতে হাজার হাজার জনগণ সামিল হয়েছেন। এই বর্ষায় সবরমতী নদীতে পরিচ্ছন্ন জল প্রবাহিত হবে।” জৈবিক অক্সিজেন চাহিদার উপর ভিত্তি করে একটি সিপিসিবি গবেষণা অনুযায়ী, সবরমতী নদী দেশের সবচেয়ে দূষিত নদীগুলির মধ্যে একটি। এটি গুজরাটের শীর্ষ তিন দূষিত নদীগুলির মধ্যে অন্যতম, অপর দুটি হল আমলাখাদি ও খাদি। আহমেদাবাদ পৌরসভার কমিশনার বিজয় নেহরা, এই উদ্যোগ যাঁর মস্তিষ্কপ্রসূত, উত্তেজনার সঙ্গে জানান, “আজকে আহমেদাবাদে যা ঘটছে তা ব্যাখ্যা করার মতো কোনও শব্দ নেই। সবরমতী নদী পরিষ্কার করার জন্য একত্রিত হয়েছে গোটা শহর। নদীঘাটে তিল ধারণের জায়গা নেই!”  

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *