চলতি বছরে ঊষ্ণায়নের ভয়াবহতার হাত থেকে রক্ষা পেতে জনালয়ে গাছ রূপণের আবশ্যকতা ও গুরুত্বাবলী তুলে ধরেন উদ্যোক্তারা
শিলচর : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিলচর ছোটলাল শেঠ স্কুলের মাঠে বৃক্ষ রোপণ করল লায়ন্স ক্লাব শিলচর সেণ্ট্রাল। এদিন শিলচরের ওই স্কুলের মাঠে নানা ধরণের ফুল ও ফলের গাছ রূপণ করে এক গুরুত্বপূর্ণ সচেতনতা সভা আয়োজিত হয়। চলতি বছরে ঊষ্ণায়নের ভয়াবহতার হাত থেকে রক্ষা পেতে জনালয়ে গাছ রূপণের আবশ্যকতা ও গুরুত্বাবলী তুলে ধরেন উদ্যোক্তারা।
এদিনের বৃক্ষ রূপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রাল অলোক বণিক , সুমন্ত্র সারথি এনদো , অংশুকুমার রায়, অরিন্দম ভট্টাচার্য , সঞ্জিত দেবনাথ এবং ছোটেলাল শেঠ ইনস্টিটিউট – এর প্রধান শিক্ষিকা মুনমুন পাল সহ রত্নজিত দেব, পূর্ণিমা দেবরায়, শাশ্বতী মজুমদার, জমিত মল্লিক, চুমকি পাল, সংহিতা দেবনাথ , বিশ্বজিৎ দে পুরকায়স্থ, মিশমি নাথ প্রমুখ ।