বিশ্ব রক্তদাতা দিবসে রক্তদানের আহ্বান মুখ্যমন্ত্রীর

< 1 - মিনিট |

ছাড়া ১৪ জুন দিবসটি পালনের আরও একটি তাৎপর্য রয়েছে । এদিন জন্ম গ্রহণ করেছিলেন বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টিনারের । এই নোবেলজয়ী বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন রক্তের গ্রুপ ‘এ, বি, ও,এবি’

কে আর সি টাইমস ডেস্ক

 আজ ১৪ জুন, ‘বিশ্ব রক্তদাতা দিবস’। শুক্রবার এই বিশেষ দিনে, জনগণের কল্যাণে রক্তদানের জন্য রাজ্যবাসীর কাছে আহ্বান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন টুইটের মাধ্যমে এই বার্তা পাঠান মুখ্যমন্ত্রী ।এদিন টুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, “আজ বিশ্ব রক্তদাতা দিবস। রক্তদান জীবনদান, একটি মহৎ কাজ। সকলকে আহ্বান জানাই, আপনারা রক্ত দিয়ে প্রাণ বাঁচান। কয়েক মাস আগে বাংলার সরকার ‘জীবন শক্তি’ নামে একটি অ্যাপ চালু করে। এর মাধ্যমে পাওয়া যাবে সারা বাংলার ৮৪টি ব্লাড ব্যাঙ্কে থাকা রক্তের তথ্য ।”
প্রথম বিশ্ব রক্তদাতা দিবস পালন শুরু হয় ২০০৪ থেকে । ১৯৯৫ সাল থেকে আন্তর্জাতিক রক্তদান দিবস পালন এবং ২০০০ সালে ‘নিরাপদ রক্ত’-এই থিম নিয়ে পালিত বিশ্ব স্বাস্থ্য দিবসের অভিজ্ঞতা নিয়ে ২০০৪ সালে প্রথম পালিত হয়েছিল বিশ্ব রক্তদাতা দিবস । ২০০৫ সালে বিশ্ব স্বাস্থ্য অধিবেশনের পর থেকে প্রতিবছর বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এ দিবস পালনের জন্য তাগিদ দিয়ে আসছে । স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদানকারী, আড়ালে থাকা অজানা বীরের উদ্দেশে, উৎসর্গীকৃত ১৪ জুনের বিশ্ব রক্তদাতা দিবস।
এছাড়া ১৪ জুন দিবসটি পালনের আরও একটি তাৎপর্য রয়েছে । এদিন জন্ম গ্রহণ করেছিলেন বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টিনারের । এই নোবেলজয়ী বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন রক্তের গ্রুপ ‘এ, বি, ও,এবি’।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news