বৃষ্টির দাপটে বন্ধ জীবনানন্দ সেতুর স্বাস্থ্য পরীক্ষার কাজ

< 1 - মিনিট |

আবহাওয়া যদি সঙ্গ না দেয় তবে আগামী সপ্তাহের শনি-রবিবার সংস্কারের কাজ করা হবে

কে আর সি টাইমস ডেস্ক

কথা ছিল ১৫ আগস্ট রাত থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বন্ধ রাখা হবে জীবনানন্দ সেতু| কিন্তু টানা বৃষ্টির জেরে কাজ শুরু করা যায়নি শুক্রবার রাত থেকে| কেএমডিএ-র তরফ থেকে জানানো হয়েছে শনিবার আবহাওয়া ভালো থাকলে এদিন রাত থেকেই কাজ শুরু হবে চলবে সোমবার সকাল ছটা পর্যন্ত| কিন্তু আবহাওয়া যদি সঙ্গ না দেয় তবে আগামী সপ্তাহের শনি-রবিবার সংস্কারের কাজ করা হবে|

এক বিজ্ঞপ্তি জারি করে কেএমডিএ-এর তরফে জানানো হয়েছে, জীবনানন্দ সেতুতে সংস্কারের কাজ চলার সময়ে এই সেতু দিয়ে কোনও পণ্যবাহী বা অন্য কোনও যানবাহন চলাচল করতে পারবে না। শুধুমাত্র যাদবপুর থানার কাছ থেকে রুবিতে যে সমস্ত অটো যায়, সেগুলি শহিদ নগর পর্যন্ত যাতায়াত করবে। উত্তরগামী পণ্যবাহী গাড়িগুলি অভিষিক্তার দিক থেকে যাদবপুর থানায় আসতে পারবে না। সেগুলিকে পরমা আইল্যান্ডের কাছ থেকে বাঁ-দিকে গিয়ে পার্ক সার্কাস ঘুরে যেতে হবে। একই ভাবে দক্ষিণগামী পণ্যবাহী গাড়িগুলিকে রুবি হয়ে বিজন সেতু ঘুরে গড়িয়াহাট হয়ে যেতে হবে রাজা সুবোধ মল্লিক রোড ধরে। পূর্ব থেকে যে সমস্ত পণ্যবাহী গাড়ি যেতে চায়, সেগুলিকে পাটুলি বাইপাস মোড় ধরে পৌঁছতে হবে। সেখান থেকে তারা নিজেদের গন্তব্যে যাবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news