বেটি বাঁচাও বেটি পড়াও নামকরনে আপনার মতামতের অপেক্ষায় কাছাড় জেলাপ্রশাসন

< 1 - মিনিট |

আসুন ভোট দিন, আপনার পছন্দের নামেই নামকরণ করুন বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির

কে আর সি টাইমস ডেস্ক

অসমের কাছাড় জেলা প্রশাসন বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে চালু করার আগেই নাম নির্ধারণের জন্য জনগনের মতামতকে গুরুত্ব দিয়ে এক অভিনব অনলাইন কর্মসূচি শুরু করেছে। এই অনলাইন প্রক্রিয়াতে প্রশাসনের পক্ষ থেকে ছয়টি নাম নির্বাচন করা হয়েছে। নামগুলি হল সোনা, মোনা, মিশি, লোকী, রানী এবং কিরণ।

যে কোনও ইচ্ছুক ব্যক্তিই এই সংশ্লিষ্ট নামের তালিকা থেকে পছন্দ মতো নামটিতে ভোট দিতে পারেন। এই অনলাইন ভোটার প্রক্রিয়ায় সকল রাজ্যবাসীকেই সক্রিয়ভাবে অংশগ্রহণ করার আবেদন জানানো হয়েছে কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে। এখন পর্যন্ত কিরণ নামের প্রতিই জনসাধারণের রায় বেশী। 

নিচের লিংকে গিয়ে ভোট দিয়ে আপনার মতামত সুনিশ্চিত করুন। প্রশাসন আপনার মতামতের অপেক্ষায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news