বেহাল সড়ক সংস্কারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ডাক দিল পাথারকান্দি মহকুমা দাবি ও বাস্তাবয়ন সমিতি-সহ বিভিন্ন অরাজনৈতিক সংগঠন
দুর্গোৎসবের দুদিন আগে পাথারকান্দির বেহাল সড়ক সংস্কারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ডাক দিল পাথারকান্দি মহকুমা দাবি ও বাস্তাবয়ন সমিতি-সহ বিভিন্ন অরাজনৈতিক সংগঠন। গত সোমবার সমিতির সাধারণ সম্পাদক ফজল আহমদ মাইকযোগে এলাকার বিভিন্ন স্থানে পৃথক পৃথকভাবে পথসভার মাধ্যমে জনগণের কাছ থেকে এ ব্যাপারে সহযোগিতা কামনা করেছিলেন। পাশাপাশি সার্কল প্রশাসন ও জাতীয় সড়ক নির্মাণ সংস্থাকে আগামী ১০০ ঘণ্টার চরম সময়সীমা বেঁধে দিয়ে নির্ধারিত এই সময়ের মধ্যে জাতীয় সড়ক সংস্কারের কড়া বার্তা দিকে দিকে ছড়িয়ে দিয়েছিলেন। তাঁদের দাবির প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিবাচক পদক্ষেপ না নেয় তা-হলে তাঁরা স্থানীয় বিভিন্ন সংগঠনকে নিয়ে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক অবরোধে বসবেন বলে হুমকিও দিয়েছিলেন।