হিন্দুস্থান পাওয়ার প্রজেক্টস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান পুরীকে অতীতেও তলব করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা
৩৫৪ কোটি টাকা ব্যাঙ্ক ঋণ প্রতারণা মামলায় অভিযুক্ত রাতুল পুরীকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট)। এই মামলায় তদন্তের স্বার্থে ব্যবসায়ীকে মঙ্গলবার আদালতে তোলা হবে। ‘প্রিভেনশন অফ মানি লন্ডারিং’ (পিএমএল অ্যাক্ট) আইনে কমল নাথের ভাগ্নে রাতুল পুরীকে সোমবার রাতেই হেফাজতে নেওয়া হয়েছে বলে এক আধিকারিক সূত্রের খবর।
ব্যাঙ্ক ঋণ প্রতারণা মামলায় রাতুলকে সমন পাঠিয়েছিল ইডি। গত ১৮ আগস্ট এই ইস্যুতে ফৌজদারী মামলা দায়ের করে সিবিআই। রাতুল, তাঁর বাবা তথা মোসার বেয়ারের প্রোমোটার দীপক পুরী, মা নীতা পুরী ও অন্যান্যদের বাড়িতে এবং অফিসে হানা দিয়ে তল্লাশি অভিযান চালায় জাতীয় তদন্তকারী সংস্থা। অগাস্টা ওয়েস্টল্যান্ড মামলাতেও তদন্তকারীদের নজরে রয়েছেন রাতুল।
হিন্দুস্থান পাওয়ার প্রজেক্টস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান পুরীকে অতীতেও তলব করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা। তিনি মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথের বোন নীতা পুরীর পুত্র, অপটিক্যাল স্টোরেজ মিডিয়া ফার্ম মোসার বেয়ারের সিএমডি। ভিভিআইপিদের এই অগাস্টা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার কেনার জন্য প্রায় ৩,৬০০ কোটি টাকার চুক্তির মাধ্যমে দুর্নীতির অভিযোগে ইডি এবং সিবিআই বর্তমানে মামলাটির তদন্ত করছে এবং ইতিমধ্যে মামলায় একাধিক অভিযোগপত্র দাখিল হয়েছে।