বৈদ্যুতিক তার ছেড়ে ট্রেনের চাকায় ফেসে গিয়েছিল, যার ফলে প্রায় ৪ ঘন্টা বন্ধ ছিল ট্রেন টি
শিলচর : ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেল যাত্রীবাহী ট্রেন। শিলচর কয়োমবটুর এক্সপ্রেস। ঘটনাটি ঘটেছে বড়খলা চন্দ্রনাথপুর স্টেশনে। দুর্ঘটনাগ্রস্থ তামিলনাডু অভিমুখী যাত্রীবাহী ট্রেন টি ছিল। বৈদ্যুতিক তার ছেড়ে ট্রেনের চাকায় ফেসে গিয়েছিল, যার ফলে প্রায় ৪ ঘন্টা বন্ধ ছিল ট্রেন টি।
তামিলনাডু অভিমুখী শিলচর কয়োমবটুর এক্সপ্রেস টি গতকালকের সন্ধ্যা শিলচর স্টেশন থেকে যাত্রা আরম্ভ করেছিল কিন্তু রাত্রে চন্দ্রনাথপুর স্টেশনস্টেশন পাওয়ার আগেই ঘটে ঘটনা । নির্মীয়মান বৈদ্যুতিক লাইনের তার ছিড়ে ট্রেনের চাকায় পড়ে যায় তারের সাথে একাধিক বৈদ্যুতিক খুটি বেঙ্গে পড়ে ট্রেনের উপরে । ফলের সঙ্গে সঙ্গে ট্রেনটি বন্ধ হয়ে যায় ।
ঘটনার সঙ্গে সঙ্গে যাত্রীবাহীর মধ্যে হলোস্থুল পরিবেশ সৃষ্টি হয়। খবর পেয়ে বদরপুর জংশন থেকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধারকারী দল। চার ঘন্টা চেষ্টার পরে ছিড়ে যাওয়া বৈদ্যুতিক লাইন এর তাঁর সমূহ উদ্ধার করা হয় । পরে রাত্রে ট্রেনটি আবার যাত্রা শুরু করে । উল্লেখ্য বদরপুর লামডিং বৈদ্যুতিক লাইন ট্রেন চলাচলের ভাবে সংস্থাপন এর কাম চলছে বিগত কয়েকদিন থেকে ।