কেআরসি চিফ এডিটর বিশ্বদীপ গুপ্তের গ্রাউন্ড রিপোর্ট
ইম্ফল : ইম্ফল শহর নিস্তব্ধ। দোকানপাট বন্ধ রাস্তায় মানুষ নেই। শহরের একমাত্র ফোর স্টার হোটেলটি বন্ধ করে দেওয়া হয়েছে। সারা রাজ্য জুড়ে অবিশ্বাস আর ভয় হিংসার বাতাবরন। গতকাল একটি ঘটনার পর এখন সারা রাজ্য জুড়ে শুধু সেনাবাহিনীর ফ্ল্যাট মার্চ। গতকাল নামানো হয়েছে অতিরিক্ত আরো সেনা। পাহাড়ি এলাকায় কুকি জঙ্গিদের সঙ্গে চলছে মৈতৈ সাধারণ নাগরিকদের লড়াই। আশ্রয় শিবিরেও গোলাগুলি হয়। তাহল মনিপুরে শান্তি দূর আস্ত। আগামী 29 মে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
ইতিমধ্যেই মনিপুরে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু হিংসা থামার নাম নেই। গতকাল অশান্ত হয়ে উঠে বিষ্ণুপুর জেলা। চোরাচাঁদপুরে এক ব্যক্তি জঙ্গিদের গুলিতে নিহত হন। যার ফলে সারা রাজ্য জুড়ে শুধু ভয়। মনিপুর রাজ্যের ভিতরে আলাদা প্রশাসনিক এলাকা দাবি করেছেন কুকিরা। এই দাবির তীব্র বিরোধিতা করেছে বিভিন্ন মৈতৈ সংগঠন।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, মনিপুরের অখন্ডতা যে কোন মূল্য রক্ষা করা হবে। মনিপুরে কোন প্রশাসনিক এলাকা আলাদাভাবে তৈরি করা হবে না। কুকিরা যে প্রশাসনিক এলাকা দাবি দাবি করছে সেটা কেন্দ্রশাসিত অঞ্চলের সমতুল্য।কুকি জঙ্গিরা যেভাবে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে সেটা নিয়ে সরকারের উপর অত্যন্ত ক্ষুব্ধ বিভিন্ন মৈতৈ সংগঠন।