এদিনের বাজেটে সংসদের সামনে, নতুন ভারত গড়ার লক্ষ্যে এবং তিন লক্ষ কোটি মার্কিন ডলারের অর্থনীতির দেশ গড়ে তুলতে বহু প্রস্তাব দিয়েছেন দেশের প্রথম পূর্ণাঙ্গ মহিলা অর্থমন্ত্রী।
দ্বিতীয় মোদী সরকারের প্রথম বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই বাজেটের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বললেন, এই বাজেট নতুন ভারত গড়ার উদ্দেশ্যে একটি ঐক্যবদ্ধ ও প্রগতিশীল জাতির ভিত্তি স্থাপন করল। এদিনের বাজেটে সংসদের সামনে, নতুন ভারত গড়ার লক্ষ্যে এবং তিন লক্ষ কোটি মার্কিন ডলারের অর্থনীতির দেশ গড়ে তুলতে বহু প্রস্তাব দিয়েছেন দেশের প্রথম পূর্ণাঙ্গ মহিলা অর্থমন্ত্রী। নতুন ও পূর্ণাঙ্গ বাজেটের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সকলেই। বাজেট পেশ শেষে অমিত শাহ জানান, “অর্থমন্ত্রী নির্মলা সীতারমণজি নতুন ভারত গড়ার একটি বাজেট পেশ করেছেন যা একটি ঐক্যবদ্ধ ও প্রগতিশীল জাতির ভিত্তি স্থাপন করেছে। ১৩০ কোটি ভারতীয়ের কঠোর পরিশ্রমের দ্বারা যে জাতির উত্থান ঘটেছে। ভারতের কৃষক, যুবক, মহিলা এবং দরিদ্রের স্বপ্নপূরণের উড়ান দিল এই বাজেট।”