নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের প্রচেষ্টা | জম্মু ও কাশ্মীরের সাম্বা সেক্টরে একজন পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করলেন বিএসএফ জওয়ানরা|
নিয়ন্ত্রণরেখা (এলওসি) পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশের প্রচেষ্টা| জম্মু ও কাশ্মীরের সাম্বা সেক্টরে একজন পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করলেন সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র জওয়ানরা| বুধবার রাতে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করার সময় গ্রেফতার করা হয় ওই পাক নাগরিককে| ধৃত পাক নাগরিকের নাম হল, মহম্মদ আফজাল| তার বাড়ি পাকিস্তানের নিহার জেলার নারোওয়াল-এ|
এ ব্যাপারে বৃহস্পতিবার সকালে বিএসএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার রাতে সাম্বা সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর টহল দিচ্ছিলেন বিএসএফ জওয়ানরা| সেই সময় ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করছিল ওই পাক নাগরিক| তখনই মহম্মদ আফজাল নামে ওই পাক নাগরিককে গ্রেফতার করা হয়েছে| বিএসএফ সূত্রের খবর, ওই পাক নাগরিকের হেফাজত থেকে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি| আপাতত ধৃত ওই পাক নাগরিককে জিজ্ঞাসাবাদ চলছে|