ভারতে বসবাসকারী বাংলাদেশিরা যদি চান স্বদেশে ঘুরে আসবেন, তা-হলে তাঁদের ফেরত নেবে বাংলাদেশ। পরিষ্কার জানিয়েছেন বাংলাদেশের সড়ক পরিবহণ ও সেতুমন্ত্ৰী তথা আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ভারতে বসবাসকারী বাংলাদেশিরা যদি চান স্বদেশে ঘুরে আসবেন, তা-হলে তাঁদের ফেরত নেবে বাংলাদেশ। পরিষ্কার জানিয়েছেন বাংলাদেশের সড়ক পরিবহণ ও সেতুমন্ত্ৰী তথা আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মন্ত্ৰী কাদেরের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে ঢাকায় নিয়োজিত হিন্দুস্থান সমাচার-এর বরিষ্ঠ সংবাদদাতা কিশোর সরকার জানান, গতকাল সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। তখন সমসাময়িক প্রাসঙ্গিক বক্তব্যে মন্ত্রী বলেন, ‘২০০১ সালে বাংলাদেশের সাধারণ নিৰ্বাচনে বিএনপি জামাত জোট ক্ষমতায় এসেছিল। এর পর দেশের সংখ্যালঘু (হিন্দু) সম্প্ৰদায়ের ওপর লাগাতার আক্ৰমণ সংগঠিত হচ্ছিল। সে সময় বহু হিন্দু নাগরিক নিজেদের জানমাল, ইজ্জত রক্ষায় নিরাপত্তার জন্য বাংলাদেশ ছেড়ে পালিয়েছিলেন।’
সম্প্রতি ভারতে নাগরিকত্ব (সংশোধনী) আইন এবং জাতীয় নাগরিকপঞ্জিকে কেন্দ্র করে চলমান উত্তেজনাকর পরিস্থিতি প্রসঙ্গে এই মন্তব্য করেছেন মন্ত্রী ওবায়দুল কাদের। এ-সম্পর্কে বিএনপি-র সাধারণ সম্পাদক মিৰ্জা ফখরুলের এক মন্তব্যের প্ৰতিক্ৰিয়া ব্যক্ত করে মন্ত্ৰী কাদের বলেন, ‘তিনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। বিষয়টি এমনই যে, শাক দিয়ে মাছ ঢাকতে পারবেন না তাঁরা। বিএনপি-শাসনের সময় সবচেয়ে বেশি আক্ৰান্ত হয়েছিলেন এ দেশের হিন্দুরা। বিএনপি আমলে যা ঘটেছে, তাতে ধর্মীয় সংখ্যালঘুদের ভারতে চলে যাওয়াটা খুব স্বাভাবিক।’
মন্রীক। তথা দলের সাধারণ সম্পাদক বলেন, সে সময় আওয়ামি লিগ বিরোধী আসনে ছিল। সংখ্যালঘুদের প্রতি বরাবর সহানুভূতিশীল তাঁর দল। বিএনপি-জামাত আমলে অনেক জায়গায় ‘লঙ্গরখানা’ করেছিলেন তাঁরা। ঢাকায়ও অনেককে আশ্রয় দেওয়ার চেষ্টা করেছেন। তখন ভয়ভীতির কারণে অনেক সংখ্যালঘু চলে যেতে পারেন। ভারতে পলাতকরা ফিরে আসতে চাইলে দেশে আনা হবে কি না সাংবাদিকরা জানতে চাইলে সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী কাদের নাকি বলেন, ‘তারা আসতে চাইলে আমরা অবশ্যই ফিরিয়ে নেব। বিএনপি–জামাত জোট সরকারের আমলে নির্যাতনের শিকার হয়ে কোনও সংখ্যালঘু ভারতে পালিয়ে গিয়ে থাকলে তাঁদের অবশ্যই ফেরত নেওয়া হবে।’ প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা গওহর রিজভিও সম্প্রতি বলেছেন, যদি প্রমাণিত হয় যে বাংলাদেশ থেকে কোনও সময় কেউ ভারতে গিয়েছেন, তাঁদের ফেরত আনা হবে। গওহর রিজভির বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের এ কথাগুলি বলেন।