ভালো চাষের আশায় গরু দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হল দক্ষিণ ২৪ পরগণার কুলতলি থানার অন্তর্গত মেরীগঞ্জ এলাকায়। স্থানীয় ভাষায় এটিকে বলা হয় মইছাড়া। গত রবিবার ও সোমবার দুদিন ধরে এই গরু দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সুন্দরবনের এই প্রত্যন্ত এলাকায়। দক্ষিণ ২৪ পরগণা জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই প্রতিযোগিতায় বহু চাষি অংশগ্রহণ করেন। আর এই প্রতিযোগিতা দেখার […]
ভালো চাষের আশায় গরু দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হল দক্ষিণ ২৪ পরগণার কুলতলি থানার অন্তর্গত মেরীগঞ্জ এলাকায়। স্থানীয় ভাষায় এটিকে বলা হয় মইছাড়া। গত রবিবার ও সোমবার দুদিন ধরে এই গরু দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সুন্দরবনের এই প্রত্যন্ত এলাকায়। দক্ষিণ ২৪ পরগণা জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই প্রতিযোগিতায় বহু চাষি অংশগ্রহণ করেন। আর এই প্রতিযোগিতা দেখার জন্য আশপাশের বিভিন্ন এলাকা থেকে বহু দর্শক ও হাজির হয়েছিলেন। আর গরুর দৌড়ের ছবি ক্যামেরা বন্দী করতে হাজির হয়েছিলেন শতাধিক চিত্র সাংবাদিক। প্রতিবছরের মত এবছরও কুলতলি থানার অন্তর্গত মেরীগঞ্জ টাটপাড়া তরুন সংঘ এই গরু দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছে। এবার ২৮ তম বর্ষে পড়েছে এই প্রতিযোগিতা। বর্ষার শুরুতে প্রতিবছরই এই প্রতিযোগিতার আয়োজন করে থাকেন উদ্যোক্তারা। উদ্যোক্তাদের দাবী এই গরু দৌড় প্রতিযোগিতা করলে চাষ ভালো হয়। পাশাপাশি চাষের আগে গরুগুলির স্বাস্থ্য ঠিক আছে কিনা তাও ঝালিয়ে নেওয়া হয় এই মইছাড়ার মাধ্যমে। একসাথে দুটি করে গরুকে বাধা হয় জোয়ালে। এর পর দুই জোড়া গরুকে একসাথে মই এর সাথে বাধা হয়। মাঠের এক প্রান্ত থেকে এই দুই জোড়া গরুকে এক সাথে ছোটানো হয়। যে গরু জোড়া অন্য গরু জোড়াকে নিজের দিকে টেনে ঘুরিয়ে দিতে পারবে তারাই জয়ী বলে বিবেচিত হবে। এই গরু দৌড় প্রতিযোগিতা দেখার জন্য বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসেন। আর গরু দৌড়ের ছবি ক্যামেরা বন্দী করতে আসেন বহু আলোকচিত্রীও। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা সমস্ত চাষিদের পুরস্কৃত ও করা হয় উদ্যোক্তাদের তরফ থেকে।