ভিক্টোরিয়া থেকে ৬ জনকে গ্রেফতার করল উইনার্স

< 1 - মিনিট |

মহিলাদের উত্যক্ত করার ঘটনায় ৬ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের মহিলাদের বিশেষ বাহিনী উইনার্স ।

কে আর সি টাইমস ডেস্ক

ভিক্টোরিয়ায় মহিলাদের উত্যক্ত করার ঘটনায় ৬ জনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের মহিলাদের বিশেষ বাহিনী উইনার্স । রবিবার সকালে ভিক্টোরিয়ার পাঁচিলের ধারে বসে ছিলেন বেশ কয়েকজন । যুবক থেকে শুরু করে মাঝবয়সীও । পাঁচিলের ভেতরে অশালীন মন্তব্য ছুঁড়ে দিচ্ছিলেন তরুণীদের উদ্দেশ্যে । আর তখনই সেখানে হানা দেয়  উইনার্স ।

হসপিটাল রোড লাগোয়া ভিক্টোরিয়ার পাঁচিলের ধার থেকে গ্রেফতার করে ছ’জনকে । পুলিশ সূত্রে খবর, আরও অনেকে ছিলেন যারা কোনও মতে পালিয়ে যান । উইনার্সের এক সদস্য বলেন, ‘ গত কয়েক বছর ধরে ভিক্টোরিয়ার এই পাঁচিলের ধারে কিছু লোকজন এই ভাবেই অসভ্যতা করেন । ভিতরের পার্কে থাকা মহিলা তরুণীদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য ছুড়ে দেওয়া এদের কাজ ।’ উইনার্সের আরও এক সদস্য জানান, শীতের মরসুমে ভিড় বাড়লেই ওই ধরনের লোকের দৌরাত্ম্য বাড়়ে । তাই এবার থেকে আচমকা হানা দেওয়া হবে ।

একই ভাবে এই শীতের মরসুমে পার্ক স্ট্রিট, ময়দান, মিলেনিয়াম পার্ক বা চিড়িয়াখানার মতো জায়গায় উইনার্সের বাহিনী নিয়মিত হানা দেবে যাতে মহিলারা নিরাপদে চলাফেরা করতে পারেন । শুক্রবার রাতেও গুণ্ডাদমন শাখাকে নিয়ে শহরের বিভিন্ন রাস্তায় অভিযান চালিয়ে ৭৪ জনকে পাকড়াও করে উইনার্সের বাহিনী ।

 কলকাতা পুলিশের এক কর্তা বলেন, নিয়মিত শহরের বিভিন্ন প্রান্তে এভাবে দিনে ও রাতে  অভিযান চলবে । এর ফলে  একদিকে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করা যাবে, পাশাপাশি যাঁরা রাস্তায় মহিলাদের উত্যক্ত করেন বা তাঁদের সঙ্গে অসভ্যতা করেন তাঁদের কড়া বার্তা দেওয়া যাবে যে কোনও ভাবেই কলকাতা পুলিশ তাদের রেয়াত করবে না ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news