নতুন করে কোথাও এই ভুগর্ভস্থ টিউবওয়েল বসানো যাবে না বলে কড়া নির্দেশ কলকাতা পুরসভার। একইসাথে রাস্তার ধারে যে প্লাস্টিকের কলের মুখগুলি প্রায়শই চুরি হয়ে যায় বা ভেঙে যায়। সেক্ষত্রে এবার থেকে ইস্পাতের কলের মুখ লাগানোর ব্যবস্থা করছে পুরসভা
এবার ভূগর্ভস্থ জল তোলার উপর নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুরসভা।অন্যথায় কড়া ব্যবস্থা নেবে পুরসভা। পাশপাশি আজ শুক্রবার জল ধরো জল ভরো অনুষ্ঠান পালন করছে রাজ্য সরকার। এছাড়াও যদি বাড়ির ছাদে বা বাড়ির কোনও জায়গায় রিজার্ভার তৈরি করে যদি বৃষ্টির জল ধরে তা দিয়ে নিত্যপ্রয়োজনীয় কাজ করা যায় তাহলে সেক্ষত্রে বিশেষ সম্পত্তি কর ছাড় দেবে কলকাতা পুরসভা। দক্ষিণ কলকাতা ও উত্তর কলকাতার বেশ কিছু অঞ্চলে গভীর নলকূপ ব্যবহার করা হয়। সেক্ষত্রে পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ করার নির্দেশ দিয়েছে পুরসভা। পাশাপাশি আর নতুন করে কোথাও এই ভুগর্ভস্থ টিউবওয়েল বসানো যাবে না বলে কড়া নির্দেশ কলকাতা পুরসভার। যদি নির্দেশ না মানা হয় তাহলে পুরআইন অনুসারে ব্যবস্থা নেবে পুরাসভা। একইসাথে রাস্তার ধারে যে প্লাস্টিকের কলের মুখগুলি প্রায়শই চুরি হয়ে যায় বা ভেঙে যায়। সেক্ষত্রে এবার থেকে ইস্পাতের কলের মুখ লাগানোর ব্যবস্থা করছে পুরসভা। রাজাবাজার, মল্লিকবাজারে গঙ্গার পরিশোধিত জল দিয়ে গাড়ি ধোয়া হয়। কিন্তু এবার থেকে আর তা করা যাবে না। এই গঙ্গার জলকে পরিশোধিত করে পাইপলাইনের মাধ্যমে বিভিন্ন অঞ্চলে পানীয় জল হিসেবে সরবরাহ করা হবে। জলের চাহিদা বেড়েছে। ব্যক্তিগত বা বেসরকারি উদ্যোগে ভূগর্ভস্থ জল তোলার জন্য সাব মার্সিবল পাম্পের সংখ্যাও দিন দিন বাড়ছে। শহরে প্রতিদিনই বাসিন্দাদের কারও না কারও বাড়িতে বসছে মার্সিবল পাম্প। এ ক্ষেত্রে পুরসভার অনুমতি নেওয়া প্রয়োজন। অভিযোগ, বেশির ভাগ ক্ষেত্রেই সে সবের তোয়াক্কা না করে সাব মার্সিবল পাম্প বসিয়ে ভূগর্ভস্থ জল তোলা হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে এহেন সিদ্ধান্ত নিল পুরসভা।