ভেঙে গুড়িয়ে দেওয়া হল অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র সুপ্রিমো এন চন্দ্রবাবু নাইডুর সাধের ‘প্রজা বেদিকা’ ভবনটি
ভেঙে গুড়িয়ে দেওয়া হল অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র সুপ্রিমো এন চন্দ্রবাবু নাইডুর সাধের ‘প্রজা বেদিকা’ ভবনটি। কিছুদিন আগেই ‘প্রজা বেদিকা’ ভবনটি ভাঙার নির্দেশ দিয়েছিলেন অন্ধ্রপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন্মোহন রেড্ডি। জগন্মোহন রেড্ডির নির্দেশের পর মঙ্গলবার রাত থেকেই শুরু হয় ‘প্রজা বেদিকা’ ভবনটি ভেঙে ফেলার কাজ। বুধবার সকালে ভবনটি সম্পূর্ণ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। কৃষ্ণা নদীর তীরে উন্দাভাল্লিতে চন্দ্রবাবু নাইডুর বাসভবন। লাগোয়া ’প্রজা বেদিকা’ ভবনটি। গড়তে খরচ হয়েছিল ৮ কোটি টাকা। অন্ধ্রপ্রদেশ ক্যাপিটাল রিজিয়ন ডেভেলপমেন্ট অথরিটি (এপিসিআরডিএ)–কে দিয়ে ‘প্রজা বেদিকা’ তৈরি করিয়েছিল নাইডু সরকার। দলীয় বৈঠক ও সরকারি কাজকর্ম ওখানেই করতেন চন্দ্রবাবু। ক্ষমতাচ্যুত হতেই চন্দ্রবাবু নাইডুর সাধের ‘প্রজা বেদিকা’ ভবনটি ভেঙে গুড়িয়ে দেওয়া হল। ‘প্রজা বেদিকা’ ভবনটি ভেঙে ফেলার ক্ষোভে ফুঁসছে তেলুগু দেশম পার্টি। তাদের অভিযোগ, প্রতিহিংসার রাজনীতি করছে ওয়াইএসআর কংগ্রেস পার্টি।