ভেঙে গেছে অসমের কপিলি নদীর বাঁধ, জলমগ্ন কামপুর

< 1 - মিনিট |

এসডিআরএফ রবার নৌকা নিয়ে এসে জলে আবদ্ধ নারী-পুরুষ-শিশুদের উদ্ধারে হাত লাগিয়েছে

কে আর সি টাইমস ডেস্ক

নগাঁও জেলার অন্তর্গত কামপুর রাজস্ব চক্রের সদর শহরের ৫ নম্বর ওয়াৰ্ড জল থই থই। রবিবার রাতে কামপুরের ভলভলিয়া গ্রামে কপিলি নদী তীরবর্তী বাঁধ ভেঙে যাওয়ায় এই বিপত্তির সৃষ্টি হয়েছে। বাঁধের ভাঙা অংশ দিয়ে হু হু করে নদীর জল ঢুকে ভলভলিয়া গ্রামকে প্লাবিত করে দিয়েছে। গ্রামের মানুষদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিতে স্থানীয় যুবকদের নিয়ে পুলিশ ঝাঁপিয়ে পড়ে।

সোমবার সকালের দিকে এসডিআরএফ রবার নৌকা নিয়ে এসে জলে আবদ্ধ নারী-পুরুষ-শিশুদের উদ্ধারে হাত লাগিয়েছে। ইতিমধ্যে গতরাত থেকে কামপুরের যুবকরা উদ্ধারকাৰ্যে নেমে বহু পরিবারকে নিরাপদ স্থানে নিয়ে গেছেন। 

বাঁধ ভাঙার ফলে সমগ্ৰ কামপুরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এছাড়া কামপুরের কয়েকটি এলাকায় কপিলির বাঁধ ও পূর্ত সড়কের ওপর দিয়ে নদীর জল বইছে৷ বারেগোগা বাঁধের অবস্থাও সংকটজনক স্থানে অবস্থান করছে বলে সংলগ্ন গ্রামের মানুষজন মনে করছেন৷ ওই বাঁধের ওপর দিয়ে নদীর জল তীব্রগতিতে প্রবাহিত হচ্ছে। ফলে যে কোনও মুহূর্তে বাঁধটি ভাঁঙার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে কামপুর-যমুনামুখ সড়কের ওপর দিয়ে হাঁটু জল বইছে৷ এছাড়া কামপুর বকুলগুড়ি কারবি আংলং সড়কের ওপর দিয়েও প্রবাহিত হচ্ছে কপিলির জল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news