আগামী রবিবার সপ্তম দফার ভোটগ্রহণ | তাই ভোটারদের সচেতন করতে ইভিএম, ভিভিপ্যাট নিয়ে উত্তর ও দক্ষিণ কলকাতায় ঘুরবে ট্রাম
আগামী রবিবার সপ্তম দফার ভোটগ্রহণ | তাই ভোটারদের সচেতন করতে ইভিএম, ভিভিপ্যাট নিয়ে উত্তর ও দক্ষিণ কলকাতায় ঘুরবে ট্রাম | আজ মঙ্গলবার থেকেই শহরে চালু হবে বিশেষ এই ট্রাম | বালিগঞ্জ ট্রাম ডিপো থেকে বিকেলের দিকে যাত্রা শুরু করবে এই বিশেষ ট্রাম |
এই ট্রামের মূল উদ্দেশ্যই ভোটারদের সচেতন করা | ট্রামে থাকবেন কমিশনের আধিকারিকরা ৷ ইভিএম, ভিভিপ্যাট নিয়ে উত্তর ও দক্ষিণ কলকাতার গলিতে গলিতে ঘুরবে ঘুরবে এই ট্রাম|
আগামী রবিবার ১৯ মে রাজ্যে সপ্তম দফার ভোট ৷ এদিন নিরাপত্তার উপর বাড়তি জোর দেওয়া হচ্ছে কমিশনের তরফে ৷ ৯ কেন্দ্রের হোটেল, লজে থাকবে কড়া নজরদারি ৷ ২৪ ঘণ্টা ধরে চলবে নাকা চেকিং ৷ কেন্দ্রীয় বাহিনী ৯ কেন্দ্রেই পৌঁছেছে ৷ প্রয়োজনে রাতেও টহল দেবে বাহিনী ৷