মঙ্গলবার থেকে শিলচরে ১২ দিনের সংস্কৃতের একটি আবাসিক শিবির শুরু

< 1 - মিনিট |

উদ্যোক্তা সংস্কৃত ভারতীর পূর্বোত্তর ভারত ও দক্ষিণ আসাম প্রান্ত

প্রকৃতি নিউজ কনসার্ন

শিলচর : সংস্কৃত ভারতী পূর্বোওর ভারত এবং সংস্কৃত ভারতী দক্ষিণ অসম প্রান্তের উদ্যোগে মঙ্গলবার জুলাই থেকে ১২ দিনের একটি আবাসীয় শিবির চালক প্রশিক্ষণ বর্গ শুরু হয়েছে।এর উদ্বোধনী কার্যক্রম শিলচর তারাপুর স্থিত প্রণবানন্দ বিদ্যামন্দিরে অনুষ্ঠিত হয়।

এই কার্যক্ৰমে উপস্থিত ছিলেন সংস্কৃত ভারতী পূর্বোওর ভারত ন্যাসের অধ্যক্ষ ডা. শঙ্কর ভট্টাচার্য এবং সংস্কৃত ভারতী দক্ষিণ অসম প্রান্তের অধ্যক্ষ তপোময় ভট্টাচার্য৷ মুখ্য অতিথি রূপে ছিলেন অসম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের প্রধান অধ্যক্ষা ডা. স্নিগ্ধা দাস রায় এবং বিশিষ্ট অতিথি রূপে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মুলচন্দ বৈদ্ ৷

সঙ্গে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের অবসর প্রাপ্ত সি ডি সি বিভাস দেব ৷ অনুষ্ঠানে উদ্দেশ্য বক্তা ছিলেন প্রান্ত প্রচার প্রমুখ এবং আসাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ গোবিন্দ শর্মা ৷এতে অন্যান্যদের মধ্যে বর্গ পালক অধ্যাপক শান্তি পওখরএল ,প্রান্ত মন্ত্রী গৌতম চক্রবর্তী , প্রান্ত সম্পর্ক প্রমুখ ড: কেশব লুইটেল, নিধুভূষন দাস সহ অন্যান্য কার্যকতৃবৃন্দ ও শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরাও উপস্থিত ছিলেন ৷

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শিলচর গুরুচরণ মহাবিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপিকা ড: সন্ধানী নাথ ৷ এ কার্যক্রমে সংস্কৃত শিক্ষার সাথে এন ই পি এর যে সম্বন্ধ তা মুখ্য অতিথি ড: স্নিগ্ধা দাস রায় তার ভাষণে তুলে ধরেন ৷ সংস্কৃত শাস্ত্রাদি পাঠের মাহাত্ম এবং সে ভাষা সকলের জানা উচিত এই বিষয়ে বলেন বিশিষ্ট অতিথি মুলচন্দ বৈদ্ ৷

উল্লেখ্য অসমের বিভিন্ন জায়গায় সংস্কৃত ভারতী দশ দিবসীয় সংস্কৃত সম্ভাষণ,পত্রাচার দ্বারা সংস্কৃত পাঠ্যক্রম, সাপ্তাহিক মিলনের মাধ্যমে নিঃশুল্কে সংস্কৃত ভাষার নিরন্তর প্রচার ও প্রসারের কাজ করে চলেছে ৷

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *