গন্ডগোলে ইন্ধন দেওয়ার জন্য এক প্রাক্তন কুকি বিধায়কের গ্রেফতার করা হয়েছে
ইম্ফল : মনিপুরে ফের পরিস্থিতির উত্তপ্ত হয়ে উঠছে। গতকাল ইম্ফলের একটি ট্রাইবেল বাজারে গন্ডগোল হয। এর জেরে ইম্ফল শহরে কারফিউ জারি করা হয়েছিল যদিও আজ কারফু কিছুটা শিথিল করা হয়েছে। শীতল করা হয়েছে অসমের সীমান্তবর্তী জিরিবাম জেলায়। গন্ডগোলে ইন্ধন দেওয়ার জন্য এক প্রাক্তন কুকি বিধায়কের গ্রেফতার করা হয়েছে।
ইম্ফলের বা মনিপুরের পরিস্থিতি এখনো যা স্বাভাবিক হয়নি এসব ঘটনা সেটা ইঙ্গিত। বিশেষ করে ও কুকি জঙ্গি গোষ্টিগুলি বিভিন্ন জায়গার সক্রিয় রয়েছে বলে উৎকণ্ঠিত মৈতেই সমাজের অনেকেই। এখন পর্যন্ত মনিপুরের এই জাতিসংঘাতে ৭১ জন মারা গেছেন। বিভিন্ন ত্রাণ শিবিরে ৩৯ হাজার মানুষ রয়েছেন। অর্থাৎ পরিস্থিতি স্বাভাবিক হয়নি এখনো। রাজ্যে শান্তি ফিরিয়ে আনা এখন সরকারের কাছে প্রধান চ্যালেঞ্জ।
বিভিন্ন মৈতেই সংগঠন অভিযোগ করে বলেছে মনিপুরের যে ঘটনাটা ঘটেছে সেটা পূর্ব পরিকল্পিত। হাইকোর্টের আদেশকে হাতিয়ার করে একটা উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি করার লক্ষ্য ছিল। এখন কুকীরা পৃথক প্রশাসনিক এলাকা দাবি করছে সেটা তীব্র বিরোধিতা করেছে বিভিন্ন মৈথৈ সংগঠন। রাজ্যে এখনো ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে কারণ ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন গুজরা ছড়ানো হয়।