মনিপুরে দুই কুকি মহিলাকে গনধর্ষন ও খোলামেলা প্যারাড করানো নিয়ে প্রতিবাদী মিছিল করলো মিজোরামের বিভিন্ন কুকি সংঘঠন

< 1 - মিনিট |

মিজোরামের বাসিন্দারা ভারতীয় সংস্কৃতিতে তালিবানী সংস্কৃতির আমদানি ঘটায় সকলেই বিষ্মিত

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

ভাইরেংটি : মনিপুরে দুই কুকি মহিলাকে গনধর্ষন ও খোলামেলা ভাবে নগ্ন করে প্যারাড করানোর বিরুদ্ধে গর্জে উঠলো মিজোরামের বিভিন্ন কুকি সংঘঠন । মঙ্গলবার দিনে মিজোরামের ভাইরেংটিতে বিভিন্ন কুকি সংঘঠন মিলে এক বিশাল মিছিল বের করেন। তারা দুই কুকি মহিলার উপর যৌন নির্যাতন ও পাশবিক অত্যাচারের প্রতিবাদ জানান। মিজোরামের বাসিন্দারা ভারতীয় সংস্কৃতিতে তালিবানী সংস্কৃতির আমদানি ঘটায় সকলেই বিষ্মিত।

কারন ভারতবর্ষ সর্বদাই নারীদের সন্মান রক্ষার্থে বদ্ধ পরিকর। ইদানীং মনিপুরে ঘঠে যাওয়া ঘটনা সমগ্র ভারতের মাথা হেট করে দিয়েছে। দৃশ্যটি স্যোস্যাল মিডিয়ায় ভাইরেল হওয়ার পর নিজেদেরকে ভারতীয় বলতে লজ্জা বোধ করছেন সমগ্র ভারতের বুদ্ধিজীবি মহল ও মিজোরামের বাসিন্দারা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *