কুকিদের এই অনুপ্রবেশ নিয়ে আগেই বিভিন্ন মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল
শিলচর : হঠাৎ করে কাছাড় জেলায় মনিপুরের সীমান্তে কুকিদের সংখ্যা বাড়ছে। কয়েকটি গ্রামে ককিরা বসতি স্থাপন করেছে বলে খবর আসছে। কিভাবে এটা সম্ভব হলো এটা নিয়ে প্রশ্ন উঠছে। মনিপুর দাঙ্গার সময় এরা বিভিন্ন শিবিরে আশ্রয় নিয়েছিল কাছাড়ে। তাহলে কি তারা রয়ে গেছেন। এটা একটা বড় প্রশ্ন ।
এদিকে কাছাড়-মনিপুর সীমান্তে বেশ কিছু কুকি সম্প্রদায়ের মানুষ নতুন করে বসতি স্থাপন করার খবরে সামাজিক সংগঠন শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ উদ্বেগ প্রকাশ করেছে। এই মর্মে পরিষদের সভাপতি হারাণ দে এক বিবৃতিতে বলেন যে চন্ডিঘাঠের পাশ্ববর্তী এলাকা ও হরিনগরে কুকিরা বসতি স্থাপন করতে শুরু করেছে এবং খালি জমিতে পুঞ্জি স্থাপনের উদ্যোগ নিচ্ছে বলে জানা গেছে। এছাড়া বড়থলে ইতিমধ্যেই কিছু রোহিঙ্গা বসতি স্থাপন করেছে।
এই অনুপ্রবেশ এখনই ঠেকাতে না পারলে বরাকের ভবিষ্যত অন্ধকার হবে বলে উল্লেখ করে হারাণ বলেন যে এসমস্ত এলাকায় উগ্রপন্থী কার্য কলাপ যে সংগঠিত হবেনা তা নিশ্চিত করে বলা যায় না। তিনি এই উদ্বেগ জনক পরিস্থিতিতে প্রশাসনকে অতি সত্বর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
কুকিদের এই অনুপ্রবেশ নিয়ে আগেই বিভিন্ন মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। এখন এটা বাস্তবায়িত হতে যাচ্ছে। এ বিষয়ে প্রশাসনিক হস্তক্ষেপ পর্যন্ত জরুরি না হলে আগামীতে বরাক উপত্যকায় একটা অশান্ত পরিবেশের সৃষ্টি হতে পারে এবং আশঙ্কা করছেন অনেকেই।