আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক দিলীপ পাল, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, রিসোর্স পার্স শ্রীনিবাসন বক্তব্য পেশ করেছেন। অনুষ্ঠানে শিলচর মার্চেন্ট অ্যাসোসিয়েশন দুটি এবং শিলচর রোটারি ক্লাব প্রদত্ত একটি ট্রাই সাইকেলের চাবি অনুদান হিসেবে কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে।
‘স্বচ্ছ সুন্দর শিলচর’ শীর্ষক এক প্রকল্পের আজ শিলচর গান্ধীভবনে আনুষ্ঠানিকভাবে সূচনা করেছেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। কাছাড়ের জেলা প্রশাসন এবং শিলচর পৌরসভার যৌথ উদ্যোগে, শিলচরের সাংসদ ডা. রাজদীপ রায়, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, বিধায়কগণ দিলীপ পাল, অমরচাঁদ জৈন ও কিশোর নাথ, কাছাড়ের পুলিশ সুপার, শিলচর পুরসভার সভাপতি নীরারেন্দ্র নারাষ়ণ ঠাকুর, উপ-সভানেত্রী চামেলি পাল, এসএলআরএম-এর রিসোর্স পার্সন সি শ্রীনিবাসন, কমান্ডার অরুণ কুমার এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে স্বচ্ছ সুন্দর শিলচর প্রকল্পের উদ্বোধন করেছেন এবং রাজ্যের পরিবেশ ও বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পের উদ্দেশ্য ব্যাখ্যা করে পুরপতি নীহারেন্দ্র নারায়ণ ঠাকুর বলেন, শিলচর শহরকে স্বচ্ছ ও সুন্দর করে তুলতে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছেl এ-ধরনের কাজ ২০১৭ সাল থেকে শুরু হলেও জৈব ও অজৈব বর্জ্য নিষ্কাশনের তেমন কোনও ব্যবস্থা ছিল না। কিন্তু এখন এই পাইলট প্রজেক্টের মাধ্যমে জনগণের সহযোগিতায় এই প্রকল্প সফল করা সম্ভব বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে কাছাড়ের জেলাশাসক লায়া মাদ্দুরি বলেন, রিসোর্স পার্সন শ্রীনিবাসনের সঠিক পরিচালনায় এই প্রকল্পকে সার্থক করে তোলা আবশ্যক। তিনি বলেন, মাত্র তিন টাকা দৈনন্দিন খরচের পরিবর্তে প্রথমাবস্থায় শিলচর শহরের চার ওয়ার্ডের বিভিন্ন পরিবারকে এই প্রকল্পের আওতায় এনে সলিড লিকুইড রিসোর্স ম্যানেজমেন্টে দ্বারা তরল ও কঠিন বর্জ্য শিলচরের বিআরটিএফ ক্যাম্পাসে ট্রাই সাইকেল দ্বারা নিয়ে এসে পুনর্ব্যবহারযোগ্য করে তোলা হবে। এজন্য ইতিমধ্যে বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, মহিলা স্বেচ্ছাসেবী সংস্থা ইত্যাদিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তিনি শিলচরের বিভিন্ন সংস্থা / প্রতিষ্ঠানের মালিক-সহ ব্যবসায়িক প্রতিষ্ঠান ইত্যাদি সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করে বলেন, শহরকে স্বচ্ছ ও সুন্দর করে গড়ে তুলতে হলে সকলকে এগিয়ে আসতে হবে।
সভায় সাংসদ রাজদীপ রায় বক্তব্য পেশ করতে গিয়ে বলেন, এই প্রচেষ্টাকে কার্যকরী করে তুলতে যে পরিকাঠামো গড়ে তোলা হয়েছে এর দ্বারা অবশ্যই সফল হওয়া সম্ভব। তিনি আমাদের দেশের ২৩টি শহরের নাম উল্লেখ করে বলেন, ওই শহরগুলি পূর্বে আবর্জনাযুক্ত শহর ছিল যা এখন আবর্জনামুক্ত শহর হিসেবে গড়ে তোলা হয়েছে এবং এর জন্য এসআরএলএম কার্যকরী ভূমিকা গ্রহণ করেছে। সাংসদ বলেন, প্রাকৃতিক সম্পদকে রক্ষা করে রাখা আমাদের সকলের কর্তব্য। কাজেই শিলচর শহরকে স্বচ্ছ ও সুন্দর করে তোলার লক্ষ্যে জেলা ও পুর প্রশাসন যে ভূমিকা নিয়েছে তা প্রশংসার যোগ্যl
অনুষ্ঠানে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য প্রাসঙ্গিক বক্তব্য ছাড়াও সকল স্তরের জনসাধারণকে সহযোগিতার আবেদনের পাশাপাশি এর জন্য সব রাজনৈতিক দলগুলিকে এগিয়ে আসার আহ্বান জানান।
আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক দিলীপ পাল, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ, রিসোর্স পার্স শ্রীনিবাসন বক্তব্য পেশ করেছেন। অনুষ্ঠানে শিলচর মার্চেন্ট অ্যাসোসিয়েশন দুটি এবং শিলচর রোটারি ক্লাব প্রদত্ত একটি ট্রাই সাইকেলের চাবি অনুদান হিসেবে কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে। পরে মন্ত্রী, বিধায়ক-সহ প্রশাসনিক কর্মকর্তারা শোভাযাত্রা করে বিআরটিএএফ ক্যাম্পাসে যান এবং সেখানেও এক সভায় কাছাড়ের জেলাশাসক মাদ্দুরি বক্তব্য পেশ করেন।
এদিকে কাছাড় জেলায় সামগ্রিক বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে জেলার সংশ্লিষ্ট বিভিন্ন আধিকারিকদের নিয়ে জেলাশাসক লায়া মাদ্দুরি এক বৈঠকে মিলিত হয়ে কাছাড়ে অবিরাম বর্ষণের ফলে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে পর্যালোচনা করে প্রয়োজনীয় নির্দেশ দেন। পরে জেলাশাসক মাদ্দুরি এক সাংবাদিক সম্মেলনে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি সম্পর্কে অবগত করান। এছাড়া অবিরাম বর্ষণের ফলে ক্ষয়ক্ষতি এবং কী কী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে সে সম্পর্কেও বিস্তারিত তথ্যাবলি তিনি সাংবাদিকদের কাছে তুলে ধরেছেন।