কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের বৈঠকের পর পরিস্থিতি আরও জটিল হল বলেই মনে করে রাজনৈতিক বিশেষজ্ঞরা
মহারাষ্ট্রে সরকার গঠনের বিষয়ে কংগ্রেস-এনসিপির বৈঠক থেকেও কোনও সমাধানসূত্র মিলল না। সোমবার সন্ধ্যায় দিল্লিতে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের বৈঠকের পর পরিস্থিতি আরও জটিল হল বলেই মনে করে রাজনৈতিক বিশেষজ্ঞরা। বৈঠক শেষে পাওয়ার ইঙ্গিত দিলেন, কংগ্রেস বা এনসিপি কেউই আগে থেকে সরকার গড়ার জন্য শিবসেনাকে প্রস্তাব দেবে না। বরং সংখ্যাগরিষ্ঠতা না থাকায় বিরোধী আসনে বসাটাকেই শ্রেয় মনে করছে তাঁরা। আবার শিবসেনার সঙ্গেও এনসিপির কোনওরকম আলোচনা হয়নি।
এদিন সন্ধ্যায় দিল্লির ১০ জনপথে সোনিয়া গান্ধীর বাড়িতে বৈঠক হয় দুই নেতার। কংগ্রেসের তরফে বর্ষীয়ান নেতা এ কে অ্যান্টোনিও বৈঠকে উপস্থিত ছিলেন। মূলত মহারাষ্ট্রে সরকার গঠনের প্রক্রিয়া এবং আগামীদিনে কংগ্রেস-এনসিপির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন পাওয়ার এবং সোনিয়া। যদিও বৈঠক শেষে পাওয়ার বলেন, সোনিয়াজীর সঙ্গে সরকার গঠন নিয়ে কোনও আলোচনা হয়নি। এনসিপি সুপ্রিমোর কথায়, “আমি আজ সোনিয়া গান্ধীর সঙ্গে কথা বললাম। আগামীদিনেও বলব। আমরা দুই দলের ভবিষ্যৎ রোডম্যাপ নিয়ে আলোচনা করেছি। তবে, ঠিক সরকার গঠন নিয়ে কোনও আলোচনা হয়নি।” তিনি সংক্ষেপে বললেন, “আমাদের কাছে উপযুক্ত সংখ্যা নেই।” শিব সেনার সঙ্গে এনসিপির জোট প্রসঙ্গে পওয়ারের মন্তব্য, এনসিপির সঙ্গে শিবসেনার এখনও কোনও আলোচনায় হয়নি।