মহারাষ্ট্রে সরকার গঠন করবে না বিজেপি: চন্দ্রকান্ত পাতিল

< 1 - মিনিট |

বিজেপি-শিবসেনা জোট সরকার গঠনের রাজ্যবাসী নির্ণয় দিলেও শিবসেনা বিজেপি সঙ্গে সরকার গঠনে সম্মত নয়

কে আর সি টাইমস ডেস্ক

মহারাষ্ট্রে বিজেপি সরকার গঠন করতে আগ্রহী নয় বলে রবিবার সাফ জানালেন ভারতীয় জনতা পার্টি রাজ্য সভাপতি চন্দ্রকান্ত পাতিল। তিনি সাংবাদিকদের জানান, মহারাষ্ট্রে শিবসেনা বিজেপির সঙ্গে সরকার গঠনে অনিচ্ছুক। বিধানসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী বিজেপি-শিবসেনা জোট সরকার গঠনের রাজ্যবাসী নির্ণয় দিলেও শিবসেনা বিজেপি সঙ্গে সরকার গঠনে সম্মত নয়। শিবসেনা রাজ্যবাসীর এই রায়কে অসম্মান করছে। চন্দ্রকান্ত পাতিল আরও জানান, বিধানসভা ভোটে জনতার রায়ে বিজেপি, শিবসেনা, আরপিআই, রাষ্ট্রীয় সমাজ পক্ষ, শিবসংগ্রাম পক্ষ নিয়ে গঠিত এই জোট সরকার গঠন করার জনাদেশ পেয়েছে। শিবসেনা রাজ্যবাসীর এই রায়কে অসম্মান করছে এবং কংগ্রেসের পাশাপাশি শরদ পাওয়ার নেতৃত্বাধীন রাষ্ট্রীয় কংগ্রেস পার্টি সঙ্গে জোট বেঁধে সরকার গঠনের চেষ্টা চালাচ্ছে। এই কারণে বিজেপি রাজ্যে সরকার গঠন করতে আর চাইছে না। তিনি শিবসেনাকে সরকার গঠন করার জন্য শুভকামনা জানিয়েছেন। জানা গিয়েছে, শনিবার রাজ্যপাল ভগন সিং কোশায়ারির পক্ষ থেকে সরকার গঠনের আমন্ত্রণ জানানোর পর রবিবার মুখ্যমন্ত্রীর বাসভবনে বিজেপির কোর কমিটির বৈঠক হয়। এই বৈঠকে বিজেপির মহারাষ্ট্রের প্রভারি ভূপেন্দ্র যাদব দলের সর্বভারতীয় নেতৃত্বের বার্তা নিয়ে আসেন। এরপর কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়ার পর বিজেপির রাজ্য সভাপতি চন্দ্রকান্ত পাতিল কার্যবাহী মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশসহ অন্যান্য বিজেপি নেতারা রাজ্যপাল ভগন সিং কোশায়ারির সঙ্গে দেখা করেন এবং সরকার গঠন না করার কারণ ব্যক্ত করেন। এরপর রাজ্যপাল ভগন সিং কোশায়ারির দ্বিতীয় বৃহৎ দল হিসেবে শিবসেনাকে সরকার গঠন করার আমন্ত্রণ জানাতে পারেন বলে আশা করা যাচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news