মহিম,উদ্দিন কে ফাসিয়েছিলএকটি চক্র

< 1 - মিনিট |

সাংবাদিক সম্মেলন ডেকে তার,বিরুদ্ধে উঠা অভিযোগ খারিজ করলেন মহিম

প্রকৃতি নিউজ কনসার্ন

শিলচর : উধারবন্দ পানগ্রামের সমাজকর্মী যুবক মহিম উদ্দিন লস্করকে ফেসবুক পেজে ট্রাফিক পুলিশকে জড়িয়ে একটি ভিডিও আপলোড করার দায়ে সম্প্রতি গ্রেফতার করেছিল পুলিশ। তবে পরে তিনি আদালত থেকে জামিনে মুক্তি পান। মহিম উদ্দিন গত শনিবার তার বাড়িতে এক সাংবাদিক সম্মেলন করে জানান যে তাকে অন্যায় ভাবে ফাঁসানোর চেষ্টা করেছিল উধারবন্দের একটি চক্র।

মহিম বলেন যে তার বিরুদ্ধে যে “ভুয়ো” সাংবাদিকের অভিযোগ আনা হয়েছিল, সেটা ভিত্তিহীন কেননা তিনি নিজেকে কখনও সাংবাদিক পরিচয় দেননা এবং কোনও প্রতিষ্ঠানের পরিচয়পত্রের অপব্যবহারও করেন নি। তিনি গণতান্ত্রিক অধিকারে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিভিন্ন সময় সমস্যামূলক তথ্য তুলে ধরেন। সুতরাং পুলিশ তার ক্ষেত্রে ভুল ধারা প্রয়োগ করেছে বলে দাবি তার।

সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল হাই লস্কর , ফারুক হোসেন বড়ভুইয়া, সালেহ্ আহমদ , আলতাফ হোসেন ,আয়াজ উদ্দিন লস্কর,হবিবুর রহমান লস্কর ,ফারুক হোসেন বড়ভুইয়া ,আসান আলি, আলি হোসেন ,আতাউর রহমান সহ অনেকে। অনেকেই বলেন, মহিম উদ্দিনকে অন্যায়ভাবে ফাঁসানোর অপচেষ্টা করা হয়েছে তবে শেষপর্যন্ত আদালত সত্যের পক্ষে দাঁড়ানোয় তারা সন্তুষ্ট ।

প্রসঙ্গত , যে ভিডিও ক্লিপিংসটি নিয়ে ঝামেলা, সেটা মহিমকে দিয়েছিলেন এক অটোচালক। এতে দেখা যায়, শিলচর সদরঘাটে ডিউটিরত এক ট্রাফিক পুলিশের হাতে কিছু একটা তুলে দেওয়ার চেষ্টা করছে এক যুবক। তবে সেটা স্পষ্টভাবে কিছু বোঝা যাচ্ছেনা। মহিম তার ফেসবুকে এই ভিডিওটাই আপলোড করে বলেছেন যে ট্রাফিক পুলিশের হাতে যা তুলে দেওয়া হচ্ছে, সেটা কী, তা যেন মানুষ নিজের অনুমান মতে কমেন্ট বক্সে লিখেন। এর পরিপ্রেক্ষিতেই ঝামেলায় পড়তে হয় মহিমকে।

তিনি জানান যে , ফেসবুকে নিজের মতামত রাখার অধিকার তার আছে এবং একজন সমাজকর্মী হিসেবে আগামীতেও চাঞ্চল্যকর কিছু পেলে, তা জনগণের স্বার্থে প্রকাশ্যে আনার চেষ্টা করবেন। তিনি পাশাপাশি চ্যালেঞ্জ জানান, তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে অর্থ সংগ্রহের অভিযোগ মিথ্যা এবং কেউ কোনও প্রমাণ দিতে পারবেনা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *