ফেসবুকে দু’দিন ধরে ভাসছে রাতে মহিলাদের নিখরচায় বাড়ি পৌঁছিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি তা সর্বৈব মিথ্যে। লালবাজারের তরফে জানানো হয়েছে।
রাতে মহিলাদের নিখরচায় বাড়ি পৌঁছিয়ে দেওয়ার একটি ঘোষণার ব্যাপারে সতর্ক করল কলকাতা পুলিশ।
ফেসবুকে দু’দিন ধরে ভাসছে একটি বিজ্ঞপ্তি— রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত কোনও মহিলা যদি সমস্যায় পড়েন, তাঁকে সুরক্ষিত অবস্থায় বাড়ি ফিরিয়ে দেবে কলকাতা পুলিশ। তার জন্য একটা ফোন করতে হবে কলকাতা পুলিশের টোল ফ্রি হেল্পলাইন ১০৯১ অথবা ৭৮৩৭০১৮৫৫৫ নম্বরে। এ রকমই একটি বার্তা শুক্রবার থেকে সামাজিক মাধ্যমে ঘুরছে। তবে এটি যে একেবারে ভুল তা তাঁদের সামাজিক মাধ্যমে স্পষ্ট করে দিল কলকাতা পুলিশ। লালবাজারের তরফে জানানো হয়েছে, যে বার্তা ঘুরছে তা সর্বৈব মিথ্যে। এ রকম কোনও নতুন পরিকল্পনা কলকাতা পুলিশ চালু করেনি। কারণ আগে থেকেই এই ধরনের কাজ করে পুলিশ। ফলে নতুন করে কোনও পরিকল্পনা করার প্রয়োজন নেই। এক্ষেত্রে ১০০ একমাত্র হেল্পলাইন নম্বর। তবে কে বা কারা এই বার্তা ছড়িয়ে দিয়েছে বা কীভাবে এই ধরণের বার্তা ছড়াল তা স্পষ্ট হয়নি। লালবাজারের তরফে জানা গিয়েছে, ২৪ ঘণ্টাই চালু থাকবে এই নম্বর। ফলে রাতে কেউ বিপদে পড়লে ফোন করলেই সেই মহিলার কাছে পৌঁছে যাবে থানা অথবা কন্ট্রোলরুম অথবা টহলদারি গাড়ি। তাঁকে সঙ্গে নিয়ে পৌঁছে দেওয়া হবে গন্তব্যে। যে বা যিনি এই পরিষেবা নেবেন, তাঁকে কোনও টাকা দিতে হবে না।