কাছাড় জেলা মৎস্য উন্নয়ন বিভাগের উদ্যোগে প্রাকৃতিক জলাশয়ে মাছের প্রজননের সময় নিষিদ্ধ মাছ ধরা বন্ধ করতে শনিবার এক অভিযান চালানো হয়।
এতে ১০টি নিষিদ্ধ মাছ ধরার জাল বাজেয়াপ্ত করা হয় । বিন্নাকান্দি উন্নয়ন খন্ডের অধীনে রুপাইলবালি বিল এবং এর আশেপাশে এই হানা দিয়ে জাল গুলি আটক করা হয় । জেলা মৎস্য উন্নয়ন আধিকারিক রফিক-উল হকের নেতৃত্বে অন্য দুই মৎস্য আদিকারি দ্বীপজ্যোতি বরা এবং কৃপালু দত্তের সঙ্গে শনিবারের অভিযানে পুলিশ ও শামিল হয়। পরে ওই এলাকায় মৎস্য উৎপাদন বাড়াতে নিষিদ্ধ মাছ নাধরা সম্পর্কে সচেতনতার জন্য প্রচারপত্র বন্টন করা হয় । উল্লেখ্য চলতি মৎস্য প্রজনন ঋতুতে ডিমযুক্ত মাছ এবং পোনা মাছ প্রাকৃতিক জলাশয়ে অথবা ঘোষিত মিন মহালে ধরা নিষিদ্ধ রয়েছে।