মাধ্যমিকের মেধা তালিকায় কাছাড়ের ৩ জন ও করিমগঞ্জের ১ জন পরীক্ষার্থী মেধা স্থান দখল করেছে

< 1 - মিনিট |

কাছাড় জেলা থেকে মেধা তালিকায় কাবুগঞ্জের হলিক্রস স্কুলের সিনাম জাইফবী ছানু ৪র্থ স্থান অর্জন করেছে

অজিত দাস

শিলচর : সোমবার মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করল সেবা। মাধ্যমিকের মেধা তালিকায় কাছাড়ের ৩ জন ও করিমগঞ্জের ১ জন পরীক্ষার্থী মেধা স্থান দখল করেছে। রাজ্যের মধ্যে মেধা তালিকায় প্রথম ঢেকিয়াজুলির হৃদম ঠাকুরিয়া।  মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান দখল করেছে ঢেকিয়াজুলির হৃদম ঠাকুরিয়ার।

ঢেকিয়াজুলির শঙ্করদেব শিশু নিকেতনের ছাত্র হৃদম।সে মোট ৬০০ নম্বরের মধ্যে ৫৯৬ নম্বর পেয়েছেন ।তার পাসের হার ৯৯ শতাংশ । এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় মোট উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ছিল ৪১৫৩২৩ জন। এরমধ্যে উর্ত্তীণ হয়েছে ৩০১৮৭৯ জন পরীক্ষার্থী। পাসের হার ৭২.৬৯ শতাংশ।

কাছাড় জেলা থেকে মেধা তালিকায় কাবুগঞ্জের হলিক্রস স্কুলের সিনাম জাইফবী ছানু ৪র্থ স্থান অর্জন করেছে। এছাড়া শিলচর কলেজিয়েট স্কুলের রিতাজা দেব, নবম স্থান অর্জন করেছে। শিলচরের হলিক্রস এইচ এস স্কুলের দীক্ষিতা ভট্টাচার্য নবম স্থান অর্জন করেছে ।

শিলচর কলেজিয়েট স্কুলের রিতাজা দেব, নবম স্থান অর্জন করেছে।

করিমগঞ্জের রোল্যান্ডস মেমোরিয়াল হাইস্কুলের সুকন্যা দাস নবম স্থান অর্জন করেছে। এদিকে শিলচর কলেজিয়েট স্কুলের ছাত্রী রিতিজা দেব নবম স্থান দখল করায় স্কুল চত্বরে আতশবাজি পুড়িয়ে স্কুলের সকল ছাত্র ছাত্রীরা সহ শিক্ষক শিক্ষিকারা আনন্দ উল্লাসে মেতে উঠেন l

শিলচরের হলিক্রস এইচ এস স্কুলের দীক্ষিতা ভট্টাচার্য নবম স্থান অর্জন করেছে

এদিকে শিলচর হলিক্রস স্কুলের দৃশ্য ঠিক একই রকম দীক্ষিত ভট্টাচার্জি নবম স্থান দখল করায় স্কুল চত্বরে আতশবাজি পুড়িয়ে শিক্ষক শিক্ষিকারা ও অভিবাবক সহ সকল ছাত্র ছাত্রীরা আনন্দ উল্লাসে মেতে উঠেন l এবং তাকে সকলে মাইল অভিনন্দন জানান l

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *