মুখ্যমন্ত্রীর নিজের স্বাক্ষরিত মউ চুক্তির সমস্ত শর্ত আক্ষরিক অর্থে কার্য্যকরী করা হউক
শিলচর : বিগত কয়েক বৎসরে সরকারি নির্য্যাতনে কাগজ কলে শতাধিক শ্রমিকের অকাল মৃত্যুর পর এবং প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী ও পূর্বতর মুখ্যমন্ত্রীর মিথ্যা প্রতিশ্রুতি ভংগের কলংক মোচনের উদ্দেশ্যে বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী ডা: হিমন্তবিশ্ব শর্মার নেতৃত্বে বিগত ২৮/০৯/২০২১ ইং তে মৃত্যুপথ যাত্রী শ্রমিকদের প্রান রক্ষার্তে আমাদের সাথে এক ত্রান চুক্তি স্বাক্ষর হয়েছিলো ।
পরবর্তীতে ০৭ জুলাই ২০২২ এ মুখ্যমন্ত্রী এক বর্ণাড্য অনুষ্ঠানের মাধ্যমে ত্রান-সাহায্য আবনণ্টনের সুচনা করেন এবং কাছাড় কাগজ কল শীঘ্র পূনরুজ্জীবীত করার ঘোষণা করেন যদিও ত্রান চুক্তি সকল শর্ত এখনো অসম্পূর্ণ জাকরু বিশ্বাস করে যে মাননীয় মুখ্যমন্ত্রী ডা: হিমন্ত বিশ্ব শর্মা নিজের অংগীকার বাস্তবায়ন করতে বদ্ধপরিকর, তথাপি পরিতাবের বিষয় যে কাগজ কল চত্তরে আজ পর্য্যন্তও কোনো ধরনের কর্মতৎপরতা বা গতিবিধি পরিলক্ষিত হয় নাই, উপরন্তু কাগজ কলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে যার ফলে কাগজ কল সংলগ্ন অঞ্চল নিশছিদ্র অন্ধকারে নিমিজ্জিত হয়ে রয়েছে ।
তাহলে কি বরাক উপত্যকার একমাত্র বৃহৎ শিল্প ধ্বংস হয়ে যাবে? লক্ষ লক্ষ কর্মসংস্থানের প্রত্যাশা থেকে কি যুব সমাজ বঞ্চিত হবে? বর্তমান কর্মক্ষম মুখ্যমন্ত্রী র ঘোষণা কি শুধু ঘোষণা হয়েই থেকে যাবে? লক্ষ লক্ষ বরাকবাসী’ র স্বপ্ন আবারও কি বঞ্চনায় রূপান্তরিত হবে? তাই জাকরু গভীর আশংকা প্রকাশ করছে।
মুখ্যমন্ত্রী’র আগন্তুক বরাক সফরের প্রাক মূহুর্তে জাকরুর আহবান, মুখ্যমন্ত্রীর নিজের স্বাক্ষরিত মউ চুক্তির সমস্ত শর্ত আক্ষরিক অর্থে কার্য্যকরী করা হউক, যা অনেক অর্থেই আজও অমিমাংসীত, তার সাথে মূখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী অতি সত্তর কাগজ কল পূনরুজ্জীবীত করে বরাকের জনগনের স্বপ্ন, আকাংকা পূর্ণ কারা হউক। মুখ্যমন্ত্রী র আগন্তুক বরাক সফরের সন্ধিক্ষণে কাগজ কল নিয়ে স্থিতি স্পষ্ট করার বিনম্র আহবান জানায় জাকরু।
KRC TIMES | Promotional