মুজফফরপুরে এনসেফেলাইটিসের সংক্রমণ অব্যাহত, শিশু-মৃত্যুর সংখ্যা বেড়ে ১৪০

< 1 - মিনিট |

গত কয়েক বছরের তুলনায় মুজফফরপুরে এবার ভয়াবহ হয়ে উঠছে অ্যাকিউট এনসেফেলাইটিস সিন্ড্রোম (এইএস)-এর প্রকোপ| চিকিত্সার অভাব, নাকি অন্য কোনও কারণে মৃত্যু হচ্ছে শিশুর, তা রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছে নীতীশ কুমার সরকারকে

কে আর সি টাইমস ডেস্ক

বিহারের মুজফফরপুরে আরও ভয়াবহ হয়ে উঠছে অ্যাকিউট এনসেফেলাইটিস সিন্ড্রোম (এইএস)-এর প্রকোপ| বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও দু’টি শিশুর| তাঁদের নিয়ে বিহারের মুজফফরপুরে এখনও পর্যন্ত এনসেফেলাইটিসে আক্রান্ত হয়ে শিশু-মৃত্যুর সংখ্যা বেড়ে হল ১৪০| হাসপাতাল সূত্রের খবর, মৃতদের অধিকাংশই কিশোর-কিশোর| মুজফফরপুর জেলা প্রশাসন সূত্রের খবর, অ্যাকিউট এনসেফেলাইটিসে আক্রান্ত হয়েছে মৃত্যু হয়েছে আরও দু’টি শিশুর| সবমিলিয়ে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হল ১৪০| ১৪০টি শিশুর মধ্যে মুজফফরপুরের শ্রীকৃষ্ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (এসকেএমসিএইচ)-এ মৃত্যু হয়েছে ১১৯টি শিশুর| এছাড়াও মুজফফরপুরের বেসরকারি কেজরিওয়াল হাসপাতালে ২১টি শিশুর মৃত্যু হয়েছে|
গত কয়েক বছরের তুলনায় মুজফফরপুরে এবার ভয়াবহ হয়ে উঠছে অ্যাকিউট এনসেফেলাইটিস সিন্ড্রোম (এইএস)-এর প্রকোপ| চিকিত্সার অভাব, নাকি অন্য কোনও কারণে মৃত্যু হচ্ছে শিশুর, তা রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছে নীতীশ কুমার সরকারকে| বিশেষজ্ঞদের মতে, শিশু-মৃত্যুর কারণ অপুষ্টি| কেউ কেউ আবার বলেছেন, লিচুর বিষ থেকেই শিশু মৃত্যুর ঘটনা ঘটছে| মাত্রাতিরিক্ত গরমকেও শিশু-মৃত্যুর জন্য দায়ী করা হচ্ছে|

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news