গত কয়েক বছরের তুলনায় মুজফফরপুরে এবার ভয়াবহ হয়ে উঠছে অ্যাকিউট এনসেফেলাইটিস সিন্ড্রোম (এইএস)-এর প্রকোপ| চিকিত্সার অভাব, নাকি অন্য কোনও কারণে মৃত্যু হচ্ছে শিশুর, তা রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছে নীতীশ কুমার সরকারকে
বিহারের মুজফফরপুরে আরও ভয়াবহ হয়ে উঠছে অ্যাকিউট এনসেফেলাইটিস সিন্ড্রোম (এইএস)-এর প্রকোপ| বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও দু’টি শিশুর| তাঁদের নিয়ে বিহারের মুজফফরপুরে এখনও পর্যন্ত এনসেফেলাইটিসে আক্রান্ত হয়ে শিশু-মৃত্যুর সংখ্যা বেড়ে হল ১৪০| হাসপাতাল সূত্রের খবর, মৃতদের অধিকাংশই কিশোর-কিশোর| মুজফফরপুর জেলা প্রশাসন সূত্রের খবর, অ্যাকিউট এনসেফেলাইটিসে আক্রান্ত হয়েছে মৃত্যু হয়েছে আরও দু’টি শিশুর| সবমিলিয়ে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হল ১৪০| ১৪০টি শিশুর মধ্যে মুজফফরপুরের শ্রীকৃষ্ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (এসকেএমসিএইচ)-এ মৃত্যু হয়েছে ১১৯টি শিশুর| এছাড়াও মুজফফরপুরের বেসরকারি কেজরিওয়াল হাসপাতালে ২১টি শিশুর মৃত্যু হয়েছে|
গত কয়েক বছরের তুলনায় মুজফফরপুরে এবার ভয়াবহ হয়ে উঠছে অ্যাকিউট এনসেফেলাইটিস সিন্ড্রোম (এইএস)-এর প্রকোপ| চিকিত্সার অভাব, নাকি অন্য কোনও কারণে মৃত্যু হচ্ছে শিশুর, তা রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছে নীতীশ কুমার সরকারকে| বিশেষজ্ঞদের মতে, শিশু-মৃত্যুর কারণ অপুষ্টি| কেউ কেউ আবার বলেছেন, লিচুর বিষ থেকেই শিশু মৃত্যুর ঘটনা ঘটছে| মাত্রাতিরিক্ত গরমকেও শিশু-মৃত্যুর জন্য দায়ী করা হচ্ছে|