মুশারফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা: প্রাক্তন পাক প্রেসিডেন্টকে মৃত্যুদণ্ডাদেশ

< 1 - মিনিট |

প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে পাকিস্তানের বিশেষ আদালত। ২০০৭ সালে বেআইনিভাবে দেশের সংবিধানকে সাসপেন্ড করা এবং জরুরি অবস্থা জারি করায় মুশারফকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

কে আর সি টাইমস ডেস্ক

রাষ্ট্রদ্রোহ মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশারফকে মৃত্যুদণ্ডের আদেশ দিল পাকিস্তানের একটি বিশেষ আদালত। সংবিধান রদ করায় মঙ্গলবার প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে পাকিস্তানের বিশেষ আদালত। ২০০৭ সালে বেআইনিভাবে দেশের সংবিধানকে সাসপেন্ড করা এবং জরুরি অবস্থা জারি করায় মুশারফকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। পারভেজ মুশারফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার শুনানির জন্য গঠিত হয়েছিল বিশেষ আদালত। এই মামলায় সহ-ষড়যন্ত্রকারী হিসেবে প্রাক্তন প্রধান বিচারপতি আব্দুল হামীদ ডোগার, প্রাক্তন আইনমন্ত্রী জাহিদ হামিদ এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শওকত আজিজের নামও অন্তর্ভুক্ত করার আবেদন জানিয়েছিল সরকার। প্রসঙ্গত, গত মাসেই মুশারফের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলতে থাকে রাষ্ট্রদ্রোহ মামলার রায়দান সংরক্ষিত রেখেছিল বিশেষ আদালত। গত ৫ ডিসেম্বর সর্বশেষ শুনানির সময় বিশেষ আদালত জানিয়েছিল, ১৭ ডিসেম্বর রায়দান করা হবে। রাষ্ট্রদ্রোহ মামলায় এদিনই মুশারফকে মৃত্যুদণ্ডের আদেশ দিল বিশেষ আদালত। তবে, মুশারফ বর্তমানে পাকিস্তানে থাকেন না। ‘অসুস্থ’ মুশারফ দীর্ঘ দিন ধরেই দুবাইয়ে পাকাপাকিভাবে বসবাস করছেন। ১৯৯৯ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন পারভেজ মুশারফ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news