মৃত্যুর দিনে রাজীব গান্ধীকে স্মরণ করলো শিলচর কংগ্রেস

< 1 - মিনিট |

সারা বিশ্বজুড়ে আজ যে তথ্যপ্রযুক্তিতে ভারত চোখ ধাঁধা বা উন্নতি করেছে তার পেছনে রয়েছে রাজীব গান্ধীর বিশাল অবদান

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : রবিবার ভারতে‌র তথ্যপ্রযুক্তির জনক প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যু দিন। এই উপলক্ষে শিলচর জেলা কংগ্রেস অফিসে প্রয়াত রাজিব গান্ধী প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান জেলা কংগ্রেস নেতারা । সহ-সভাপতি অরুণ দত্ত মজুমদার, সীমান্ত ভট্টাচার্য সুজন দত্ত প্রমুথ শ্রদ্ধা জানান। জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বলেন, সারা বিশ্বজুড়ে আজ যে তথ্যপ্রযুক্তিতে ভারত চোখ ধাঁধা বা উন্নতি করেছে তার পেছনে রয়েছে রাজীব গান্ধীর বিশাল অবদান।

তার নেতৃত্বেই দেশে প্রথম কম্পিউটার ব্যবস্থার প্রচলন হয়। পঞ্চায়েতিরাজকে মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার কাজটা প্রথমে তিনি করেছিলেন। আজকের এই দিনটাতে তাকে হত্যা করেছিল জঙ্গিরা। দেশের স্বার্থে শহীদ হয়েছিলেন রাজিব গান্ধী। তাকে জানাই সশ্রদ্ধ প্রণাম।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *