মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরাখণ্ডের উত্তরকাশি জেলা| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.১
মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরাখণ্ডের উত্তরকাশি জেলা| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৩.১| শনিবার সকাল ৮.৩৭ মিনিট নাগাদ মৃদু ভূকম্পন অনুভূত হয় উত্তরকাশি জেলায়| ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও খবর পাওয়া যায়নি|
ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) মাইক্রেব্লগিং সাইট টুইটার মারফত জানিয়েছেন, শনিবার সকাল ৮.৩৭ মিনিট নাগাদ ৩.১ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় উত্তরাখণ্ডের উত্তরকাশি জেলায়| ভূমিকম্পের উত্সস্থল ছিল ৩০.৯ উত্তর অক্ষাংশ এবং ৭৮.২ পূর্ব দ্রাঘিমাংশ, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে| সাত সকালে ভূকম্পন অনুভূত হওয়ায় উত্তরকাশি জেলাজুড়ে এখন আতঙ্ক বিরাজমান|