মেট্রোর রেক ও প্ল্যাটফর্মের মাঝে ঢুকে গেল পা, চালকের তৎপরতায় রক্ষা মহিলার

< 1 - মিনিট |

কবি সুভাষ থেকে দমদমগামী মেট্রো রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে এসে পৌঁছলে, ভিড়ের মধ্যেই মেট্রোতে ওঠার চেষ্টা করেন ওই মহিলা| তখনই তাঁর পা মেট্রোর রেক ও প্ল্যাটফর্মের মাঝে ঢুকে যায়

কে আর সি টাইমস ডেস্ক

কলকাতা মেট্রোয় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন একজন মহিলা যাত্রী| মাত্রাতিরিক্ত ভিড়ের চাপে মেট্রোর রেক ও প্ল্যাটফর্মের মাঝে পা আটকে যায় ওই মহিলার| কিন্তু, চালকের তৎপরতায় নিরাপদেই উদ্ধার করা হয় ওই মহিলাকে| তবে, সামান্য আঘাত পেয়েছেন ওই মহিলা| বৃহস্পতিবার সকাল ১০.৫২ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে|

কবি সুভাষ থেকে দমদমগামী মেট্রো রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে এসে পৌঁছলে, ভিড়ের মধ্যেই মেট্রোতে ওঠার চেষ্টা করেন ওই মহিলা| তখনই তাঁর পা মেট্রোর রেক ও প্ল্যাটফর্মের মাঝে ঢুকে যায়| অন্যান্য যাত্রীরা সঙ্গে সঙ্গে চিত্কার করে ওঠেন| গোলমাল শুনে চালক মেট্রো আর চালাননি| বিদ্যুত সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়| এরপর মেট্রোর কর্মীরা গিয়ে ওই মহিলাকে উদ্ধার করেন| প্রাণে বাঁচলেও পায়ে চোট পেয়েছেন ওই মহিলা| এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ ছিল মেট্রো পরিষেবা| 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news