মেট্রোর কোচ থেকে ক্রমাগত ধোঁয়া বার হতে থাকায় এ দিন বেলা সওয়া এগারোটা নাগাদ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় পরিষেবা।
শুক্রবার মেট্রো-পরিষেবার বিঘ্ন ঘটায় ভোগান্তি হয় যাত্রীদের। মেট্রোর কোচ থেকে ক্রমাগত ধোঁয়া বার হতে থাকায় এ দিন বেলা সওয়া এগারোটা নাগাদ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় পরিষেবা। ক্ষুব্ধ যাত্রীদের একাংশের অভিযোগ, টিকিটের ভাড়া বাড়ানো হলেও যাত্রী নিরাপত্তা যে বিন্দুমাত্র বাড়েনি সেটা আবারও দেখা গেল মেট্রোর পরিষেবায়। শুক্রবার বেলা ১১টার পর কবি সুভাষ থেকে দমদমগামী একটি রেক থেকে ধোঁয়া বার হতে দেখা যায়। তড়িঘড়ি ট্রেনটিকে চাঁদনি চক স্টেশনে থামিয়ে দেওয়া হয়। সব যাত্রীকে দ্রুত ওই রেক থেকে নামিয়ে তা খালি করে দেওয়া হয়। ঘটনার জেরে কিছুক্ষণ বন্ধ থাকে দমদমগামী লাইনে ট্রেন চলা। এ ব্যাপারে মেট্রো রেলের জনসংযোগ আধিকারিক ইন্দ্রানী বন্দ্যোপাধ্যায় ‘হিন্দুস্থান সমাচার’-কে বলেন, এক যাত্রীর কাছ থেকে ধোঁয়া বার হওয়ার খবর পেয়ে মোটরম্যান কন্ট্রোল রুমে জানান। নিরাপত্তার স্বার্থে সঙ্গে সঙ্গে ট্রেনটি বন্ধ রাখা হয়। পুরনো নন এসি কোচে এই দোঁয়া হয়। তবে আগুন চোখে পড়েনি। বেলা ১১.১৫ মিনিট নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হয়।