মেরি ক্রিসমাস! দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

< 1 - মিনিট |

মাইক্রোব্লগিং সাইট টুইটারে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লিখেছেন, দেশবাসী, বিশেষ করে খ্রিষ্টান ভাই-বোনদের মেরি ক্রিসমাস।

কে আর সি টাইমস ডেস্ক

দেশবাসীকে ক্রিসমাসের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার সকালে মাইক্রোব্লগিং সাইট টুইটারে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লিখেছেন, দেশবাসী, বিশেষ করে খ্রিষ্টান ভাই-বোনদের মেরি ক্রিসমাস। যীশুখ্রিষ্টের আশীর্বাদে আনন্দময় হয়ে উঠুক আমাদের জীবনি দেশবাসীকে ক্রিসমাসের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘মেরি ক্রিসমাস! অত্যন্ত আনন্দের সঙ্গে যীশুখ্রিষ্টের মহত্ চিন্তাভাবনা আমরা স্মরণ করছি। গোটা বিশ্বজুড়ে অগণিত মানুষকে তিনি অনুপ্রাণিত করেছেন।’  বড়দিন উপলক্ষ্যে উত্সবের আমেজে মেতেছে গোটা দেশ। গোয়া থেকে গুজরাট, কেরল থেকে কর্ণাটক সর্বত্রই আনন্দে মাতোয়ারা মানুষজন। মধ্যরাতেই গীর্জায় গীর্জায় ঢল নামে মানুষের। বেঙ্গালুরুর সেন্ট ফ্রান্সিস চার্চ, গোয়ার আওয়ার লেডি অফ দ্য ইমাকুলেট কনসেপশন চার্চ, দিল্লির গোল ডাকখানার স্যাক্রেড হার্ট চার্চ, কলকাতার সেন্ট পলস ক্যাথিড্রালে ঢল নামে মানুষের। আলোর রোশনাইয়ে সেজে ওঠে সমস্ত গীর্জা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news