মেহেরপুরের ডাম্পিং গ্রাউন্ড স্থানান্তর দাবি

< 1 - মিনিট |

অন্যথায় বৈজ্ঞানিক প্রথায় বর্জ্য পদার্থ জ্বালানতে হবে

প্রকৃতি নিউজ কনসার্ন

শিলচর : আবর্জনা বৈজ্ঞানিকভাবে নিষ্পত্তি বা ডাম্পিং গ্রাউন্ডটি শিলচর মেহেরপুরের স্থানান্তরের বিষয়ে নিয়ে সামাজিক সংগঠন ড.শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদ প্রয়াস চালাচ্ছে। পরিষদের সভাপতি বিশিষ্ট সাংবাদিক হারাণ দে জানান, মেহেরপুরের ডাম্পিং গ্রাউন্ডে থেকে পঁচা দুর্গন্ধের জন্য সংশ্লিষ্ট এলাকার জনজীবন রীতিমতো বিপর্যস্ত হয়ে উঠেছে।

এনিয়ে তিনি, বিভাগীয় মন্ত্রী থেকে রাজ্য প্রদূষন নিয়ন্ত্রণ পর্ষদের কাছে প্রতিকার চেয়ে একাধিক পত্র পাঠিয়েছেন। তিনি আরও জানান, রাজ্য প্রদূষন নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশে পরিস্থিতি মূল্যায়নের জন্য গত ২৬ জুন শিলচর মিউনিসিপ্যালিটি র ​​সঙ্গে জেলা শাসকের চেম্বারে এক সভা হয়। সেখানে জেলা শাসক , এসএমবি-এর নির্বাহী অফিসের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

আলোচনায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে খুব শীঘ্রই আধুনিক পদ্ধতি/বৈজ্ঞানিক নিষ্পত্তি ব্যবস্থা নিযুক্ত করা হবে। অবৈজ্ঞানিক ভাবে যাতে আবর্জনা পুড়ানো না হয় এর জন্য কঠোর নজরদারি রাখা হবে। জেলা প্রশাসনের কাছে খালি জমি না পাওয়ায় জন‍্য আপাতত ডাম্পিং সাইটকে স্থানান্তর করার অবস্থানে নেই।

জেলাশাসক রাজ্য প্রদূষন নিয়ন্ত্রণ পর্ষদকে জানিয়েছেন, শিলচর মিউনিসিপ্যাল ​​বোর্ডের কাছে বর্তমানে এমআরএফ (ম্যাটেরিয়াল রিকভারি ফ্যাসিলিটিস) সাইট থেকে ডাম্পিং সাইটে আবর্জনা নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় যানবাহন রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *